রাজ্যের মহিলারা কবে থেকে পাবেন লক্ষ্মীর ভান্ডারের ৫০০ বা ১০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, মহিলাদের হাত খরচের জন্য মাসে মাসে দেওয়া হবে টাকা। সে ক্ষেত্রে তিনি জানিয়েছিলেন সাধারণ শ্রেণীর মহিলারা মাসে মাসে পাবেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে মাসে পাবেন ১০০০ টাকা।

ভোটের আগের এই প্রতিশ্রুতি ভোটে জিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডার নামের প্রকল্পের উদ্বোধন করে। এই প্রকল্প ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রকল্পের আওতায় নিজেদের নাম নথিভুক্ত করার দিন শুরু হয় ১৬ আগস্ট থেকে। যেদিন থেকে শুরু হয় দুয়ারে সরকারের দ্বিতীয় ভাগের কর্মসূচি।

সরকারি সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, সদ্য শেষ হওয়া দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে ইতিমধ্যেই রাজ্যের ৩ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার ৭৯১ মানুষ বিভিন্ন দরকারি কাজে এসেছেন। এদের মধ্যে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি আবেদন জমা পড়েছে সরকারের নতুন প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের জন্য। অর্থাৎ এই সরকারি হিসাব অনুযায়ী এই বিপুল সংখ্যক মহিলারা নতুন প্রকল্পের জন্য আবেদন করেছেন।

আবেদন করার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অধিকাংশ মহিলাদের আবেদন এন্ট্রি হয়ে গিয়েছে এবং তারা তাদের মোবাইলে মেসেজ পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে এর পাশাপাশি আবেদনের সংখ্যা বিপুল পরিমাণ হওয়াই বহু আবেদন এন্ট্রি হতে বাকি রয়েছে। আর এমত অবস্থায় সরকারের পরিকল্পনা রয়েছে পুজোর আগেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর। সেইমতো সমস্ত কাজ সেরে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে।

সূত্র মারফত এটাই জানা যাচ্ছে, পরিকল্পনা মাফিক কাজ হলে দুর্গা পুজোর আগেই আবেদনকারী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তাদের হাত খরচ। এ ক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে পাবেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে পাবেন ১০০০ টাকা।