এটি না করলেই বাতিল হবে আপনার LIC পলিসি, সোজাসাপ্টা জানিয়ে দিল সংস্থা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের মধ্যে যাদের জীবন বীমা রয়েছে তাদের অধিকাংশ লাইফ ইনসুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC-র উপর নির্ভরশীল। কারণ রাষ্ট্রায়ত্ব এই সংস্থার উপর বহু মানুষের ভরসা এবং সেই ভরসার উপর ভিত্তি করেই তারা policy করে থাকেন। তবে এবার এই সংস্থার তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হল এবং সেই সতর্কবার্তা না মানলে policy বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে।

LIC-র তরফ থেকে জানানো হয়েছে যে সকল গ্রাহকদের তাদের সংস্থায় পলিসি রয়েছে তাদের প্রত্যেককে PAN CARD-এর সঙ্গে লিঙ্ক করতে হবে। প্রয়োজনীয় এই লিংক না করালে সমস্যাই পড়তে হবে। এমনও হতে পারে যে সকল গ্রাহকরা লিংক করাবেন না তাদের পলিসি বাতিল করা হবে। সেবির নির্দেশিকা অনুসারে এমনটা জানানো হয়েছে।

এলআইসির পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ দিন হিসাবে ৩১ মার্চ ২০২৩ কে বেছে নেওয়া হয়েছে। তবে প্রশ্ন হল যে সকল গ্রাহকরা তাদের পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি তারা কিভাবে এই লিংক করানোর কাজ করবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, খুব সহজেই বাড়িতে বসে পলিসি হোল্ডাররা তাদের পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে পারবেন।

এলআইসির পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য https://licindia.in/Home/Online-PAN-Registration ওয়েব সাইটে যেতে হবে। সেখানে আপনি আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেই স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য ক্লিক করতে হবে CHECK POLICY PAN STATUS অপশনে। যদি দেখা যায় প্যান কার্ড লিঙ্ক নেই তাহলে লিঙ্ক করার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য ওই একই ওয়েবসাইটে ঢুকে PROCEED অপশনটি বেছে নিতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য যা যা চাওয়া হবে তা দিতে হবে এবং মোবাইল নম্বরে একটি otp আসবে। নির্দিষ্ট জায়গায় সেই ওটিপি দেওয়ার পর পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে। পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেলে সংস্থার তরফ থেকে একটি মেসেজ দেওয়া হবে আপনার মোবাইল নম্বরে।