LIC গ্রাহকদের জন্য দারুণ খবর, বন্ধ হয়ে যাওয়া পলিসি আবার চালু করার সুযোগ

নিজস্ব প্রতিবেদন : ভারতের বীমা বাজারে যে সকল বীমা সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অর্থাৎ LIC। রাষ্ট্রয়াত্ত এই বীমা সংস্থার উপর ভরসা রাখেন দেশের অধিকাংশ মানুষ। এই বীমা সংস্থার আওতায় দেশের কোটি কোটি মানুষের পলিসি রয়েছে।

ভবিষ্যতের কথা মাথায় রেখেই দেশের মানুষরা বীমা প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। বীমা প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে অধিকাংশ মানুষকেই দেখা যায় সবচেয়ে বেশি বিনিয়োগ করতে এলআইসিতে। তবে আবার অনেক সময় দেখা যায় এলআইসি-তে বিনিয়োগ করার পর বিভিন্ন কারণে সেই পলিসি চালাতে পারেন না গ্রাহকরা। দীর্ঘদিন ধরে পলিসির প্রিমিয়াম না দেওয়ার ফলে সেই পলিসিগুলি বন্ধ হয়ে যায়। এবার এই সকল বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার জন্য দারুণ সুযোগ দিচ্ছে সংস্থা।

সম্প্রতি সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ULIP ছাড়া অন্য যে কোনও পলিসিকেই ফের পুনরায় চালু করা যেতে পারে। LIC-র তরফে ১৭ আগস্ট এই পলিসি চালু করা হয়েছে। এই ক্যাম্পেন চলবে ২০২২ সালের ২১ অক্টোবর পর্যন্ত। এই বিজ্ঞপ্তি জারি করে বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার ক্ষেত্রে বড় সুযোগ দেওয়া হলেও গ্রাহকদের কিছু শর্ত মানতে হবে।

বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার ক্ষেত্রে যে শর্ত রাখা হয়েছে তাতে বলা হয়েছে, প্রথম প্রিমিয়ামে ডিফল্ট হওয়ার তারিখ থেকে ৫ বছরের মধ্যে এই পলিসিগুলিকে ফের পুনরায় শুরু করা যেতে পারে। জানানো হয়েছে, মাইক্রো- ইনস্যুরেন্স পলিসির ক্ষেত্রে লেট ফি-তে ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে।

এর পাশাপাশি এই সকল বন্ধ হয়ে যাওয়া পলিসি এক লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়ামের ক্ষেত্রে ২৫ শতাংশ লেট ফি ছাড় দেওয়া হবে। বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ ৩৫০০ টাকা। এক লক্ষ টাকার মধ্যে সীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে সর্বোচ্চ ২৫০০ টাকা। ১ থেকে ৩ লক্ষ টাকার ক্ষেত্রে সর্বোচ্চ ছাড়ের সীমা রয়েছে ৩০০০ টাকা। অন্যদিকে, ৩ লক্ষ টাকার উপরে প্রিমিয়ামের ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে ৩৫০০ টাকা।