মোটা বেতনে LIC -তে ৯০০০ চাকরির সুযোগ, আবেদন করুন এই পদ্ধতিতে

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম জীবন বীমা সংস্থা জীবন বীমা নিগম (LIC) ৯০০০-এর বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যে সকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারেন (LIC Recruitment 2023)। তবে আবেদনের জন্য হাতে সময় নেই বললেই চলে। কারণ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৩।

সংস্থার তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে ৯৩৯৪ টি শূন্যপদ রয়েছে। অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে। এই সকল শূন্য পদে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করতে চান তারা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট licindia.in গিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইট থেকেই আবেদন সংক্রান্ত অন্যান্য আরও গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কেও জানা যাবে।

বিভিন্নজনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শূন্য পদ রয়েছে। নর্থ জোনাল অফিসের জন্য ১২১৬টি, নর্থ সেন্ট্রাল জোনাল অফিসের জন্য ১০৩৩টি, সেন্ট্রাল জোনাল অফিসের জন্য ৫৬১টি, ইস্টার্ন নর্থ জোনাল অফিসের জন্য ১০৪৯টি, সাউথ সেন্ট্রাল জোনাল অফিসের জন্য ১৪০৮টি, সাউথ জোনাল অফিসের জন্য ১৫১৬টি, ওয়েস্টার্ন জোনাল অফিসের জন্য ১৯৪২টি এবং ইস্ট সেন্ট্রাল জোনাল অফিসের জন্য ৬৬৯টি।

এই সকল শূন্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোন বিশেষ মানের কথা বলা হয়নি। কেবলমাত্র বলা হয়েছে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারীকে স্নাতক হতে হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রথমে অনলাইনে পরীক্ষা হবে এবং পরে হবে ইন্টারভিউ। দুই ক্ষেত্রে যোগ্যতা অর্জনের পর হবে মেডিক্যাল। ইচ্ছুক আবেদন প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর ক্যারিয়ার অপশনে গিয়ে আবেদন করতে হবে। আবেদন ফি সহ অন্যান্য নথি জমা দিতে হবে অনলাইনে।