বন্ধ হয়ে গেল LIC-র দুটি জনপ্রিয় পলিসি, পুরাতন গ্রাহকদের কী হবে

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম জীবন বীমা সংস্থা হল এলআইসি বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। রাষ্ট্রীয় এই বিমা সংস্থার উপর দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল। বিশ্বাসযোগ্যতা এবং সহজে পরিষেবা উপলব্ধ হওয়ার কারণে প্রতিদিন বহু মানুষকে এই সংস্থার আওতায় নিজেদের পলিসি করাতে দেখা যায়।

রাষ্ট্রীয় এই জীবন বীমা সংস্থার এবার দুটি জনপ্রিয় জীবন বীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনপ্রিয় সেই দুটি জীবন বীমা পলিসি হলো জীবন অমর এবং টেক টার্ম প্ল্যান। অমর জীবন পলিসি ছিল অফলাইন এবং টেক টার্ম প্ল্যান ছিল অনলাইন। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী এই দুটি পলিসি ২৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয়।

এই দুটি পলিসি বন্ধ করে দেওয়ার কারণ হিসাবে সূত্র মারফৎ জানা যাচ্ছে তা হল, রিইনস্যুওরেন্সের হারের বৃদ্ধি। অমর জীবন এবং টেক টার্ম পলিসি দুটি সংস্থার তরফ থেকে যথাক্রমে ২০১৯ সালের আগস্ট এবং সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। লঞ্চ করার পর এই দুটি পলিসির ক্ষেত্রে একবারও প্রিমিয়ামের হার বৃদ্ধি করা হয়নি।

তবে এই দুটি পলিসি সম্প্রতি বন্ধ করে দেওয়া হলেও সূত্র মারফত জানা যাচ্ছে পলিসি দুটির ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এনে পুনরায় তা বাজারে আনা হতে পারে। তবে যারা এই পলিসি ইতিমধ্যেই করিয়েছেন তাদের ক্ষেত্রে কোন রকম প্রভাব পড়বে না বলে জানা যাচ্ছে সংস্থার তরফ থেকে।

এই দুটি পলিসির মেয়াদ থাকাকালীন পলিসি হোল্ডার অর্থাৎ যার নামে পলিসি রয়েছে তার মৃত্যু হলে বিমার টাকা দেওয়া হয়। ১০ থেকে ৪০ বছর পর্যন্ত ব্যক্তিদের পলিসিতে অংশগ্রহণ করার নিয়ম ছিল। জীবন অমর প্ল্যানে ন্যূনতম ২৫ লক্ষ টাকার এবং টেক টার্ম প্ল্যানে সর্বনিম্ন ৫০ লক্ষ টাকার পলিসি ছিল।