নিম্নচাপের ভ্রুকুটি! মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : আগামী রবিবার মহালয়া। এই মহালয়ার আগে আবহাওয়া নিয়ে চিন্তিত আপামর বাঙালিরা। মহালয়ার দিন বৃষ্টিতে ভাসবে না তো বাংলা! এখন এই দুশ্চিন্তায় গ্রাস করছে আপামর বাঙালিকে। তবে মহালয়ার আগে এই দুঃশ্চিন্তা দূর করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টি হলেও মহালয়ার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার উত্তরবঙ্গ হোক অথবা দক্ষিণবঙ্গ, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর থেকে দক্ষিণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন রাজ্য জুড়ে কোথাও ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস দেখা মিলবে না বলেও জানানো হয়েছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপের ভ্রুকুটি দেখা গিয়েছিল তা আপাতত স্থিতিশীল।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সম্পর্কে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, “যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা আপাতত পশ্চিমবঙ্গ থেকে দূরে সরে গিয়েছে। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশের কাছে তিন-চারদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও মাঝারি বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।”

তবে এরই মধ্যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের যে সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সকল জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।