ধোনির চুল ছিল মুশারফের খুব পছন্দের, বলেছিলেন এই কথা, সেই ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : রবিবার পাকিস্তানের (Pakistan) প্রাক্তন রাষ্ট্রপতি মুশারফ (Pervez Musharraf) প্রয়াত হন। দীর্ঘদিন ধরেই তিনি অ্যামালয়েডসিসে ভুগছিলেন। তার মৃত্যুর পর তাকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার ভালো দিকের পাশাপাশি তার খারাপ দিকগুলি নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তবে এই সকল আলোচনা সমালোচনার মধ্যে উঠে এসেছে ধোনির চুল (MS Dhoni’s hair) নিয়ে মুশারফের মন্তব্য।

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যখন প্রথম ভারতীয় দলের হয়ে খেলা শুরু করেন সেই সময়ই তার ঘাড় পর্যন্ত চুল ছিল। তার সেই লোকে ধোনিপ্রেমীদের যেমন মজতে দেখা গিয়েছিল সেই রকম মজেছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। একবার তিনি ধোনির চুল নিয়ে তাকে যে পরামর্শ দিয়েছিলেন সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পারভেজ মোশারফ ধোনির চুল নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ছিল ২০০৬ সালের। সেই সময় ছিল ভারতের পাকিস্তান সফর এবং সেই সফরে দুর্দান্ত ফর্মে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সিরিজের তৃতীয় ম্যাচে লাহোরে ১৩ ফেব্রুয়ারি ৪৬ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন তিনি। সেই ম্যাচে ভারত জয় লাভের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মোশারফ মহেন্দ্র সিং ধোনির চুলের প্রশংসা করেছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পারভেজ মোশারফ বলেছিলেন, “আজকের এই ম্যাচে জয়লাভের জন্য প্রথমেই ভারতীয় দলকে অভিনন্দন জানাই। জয়লাভের কারিগর হিসাবে যিনি অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে বিশেষভাবে অভিনন্দন।”

এরপরেই পারভেজ মোশারফ জানিয়েছিলেন, “আমি ধোনিকে বলতে চাই যে একটা প্ল্যাকার্ড দেখেছি। তাতে ধোনিকে চুল কাটার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু তুমি যদি আমার মত নাও, তাহলে বলব যে এই চুলের স্টাইলে তোমায় ভালো লাগে। চুল কেটো না।”