বেশি নেওয়া হচ্ছে মদের দাম, বিক্ষোভ সূরাপ্রেমীদের

হিমাদ্রি মন্ডল : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ১ লা নভেম্বর থেকে বিদেশী মদের ক্ষেত্রে নতুন দাম ধার্য করা হয়েছে। এই নতুন দাম ধার্য করার ফলে বিপুল পরিমাণে বেড়েছে মদের দাম। দাম বৃদ্ধির কারণে সোশ্যাল মিডিয়ায় এযাবৎ নানান মিমের সমারোহ দেখা যাচ্ছিল, ‘এবার বোধহয় সূরাপ্রেমীরা বিক্ষোভে নামবেন!’ কিন্তু সেই মিমকে সত্যি করে সত্যি সত্যিই সূরাপ্রেমীরা যে বিক্ষোভে সামিল হয়ে পড়বেন তা হয়তো কারোর চিন্তাভাবনার মধ্যে ছিল না।

মদের দাম বৃদ্ধি এবং বেশি দাম নেওয়ার অভিযোগে মঙ্গলবার বীরভূমের সিউড়ি শহরের একটি মদের দোকানে বিক্ষোভ দেখাতে দেখা গেল বেশ কিছু সূরাপ্রেমীকে। তাদের প্রশ্ন, সরকার এই ভাবে দাম বাড়িয়ে কি করতে চাইছে? পাশাপাশি তাদের অভিযোগ, পুরাতন মদের বোতলে কাগজের নতুন প্রিন্ট লাগিয়ে বেশি দাম নেওয়া হচ্ছে।

সিউড়ির এক সূরাপ্রেমী চন্দন হাঁড়ির বক্তব্য, “গতকাল আমি যে মদ কিনেছি ৫৪০ টাকায়, সেই মদই আজ কেনার সময় ৭২০ টাকা লাগবে বলছে। সরকার এইভাবে মদের দাম বাড়িয়ে কি করছে? সরকার কি শুধু মদের উপর ট্যাক্স বসিয়ে ইনকাম করতে চাইছে? এইভাবে চললে আমাদের কি হবে? সরকারের সবার উপর নজর দেওয়া দরকার।” এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, “পুরাতন মদের বোতলে নতুন প্রিন্ট আঠা দিয়ে চিটিয়ে বিক্রি করা হচ্ছে।”

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে মদ ব্যবসায়ী রোহন দে জানিয়েছেন, “আমাদের এখানে বলার কোন জায়গা নেই। যে দামে আমরা মদ সরবরাহ পাচ্ছি তার উপর লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। আমরা যদি কোনরকম জালিয়াতি করে থাকি তাহলে তার জন্য আবগারি দপ্তর আছে, সরকার আছে, তারা খতিয়ে দেখবে।”

মদের দাম বৃদ্ধি নিয়ে এই সকল অভিযোগ অথবা পাল্টা অভিযোগ, সে যাইহোক, তবে সূরাপ্রেমীদের এই বিক্ষোভ আলাদা মাত্রা এনে দিয়েছে তা বলাইবাহুল্য। এইভাবে সূরাপ্রেমীদের দাবি এবং অভিযোগ নেটিজেনদের সামনে আসতেই তাদের মধ্যেও শুরু হয়েছে হাসির রোল।