বীরভূমে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬, রামপুরহাট মহকুমাতেই ৩১টি

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে উত্তরোত্তর বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর রাজ্যের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে বীরভূমেও। ইতিমধ্যেই বীরভূমে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গেছে। বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের রিপোর্ট অনুযায়ী বীরভূমে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২১। আর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জেলায় বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যা। বর্তমানে জেলায় মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৫৬। যাদের মধ্যে রামপুরহাট মহকুমাতেই রয়েছে ৩১টি।

বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায় বীরভূম জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫২১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। জেলায় মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৭০। ইতিমধ্যেই বীরভূমে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ৬ জন। বর্তমানে জেলায় অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হলো ১৪৫। আর দিন দিন এইভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ বাড়াচ্ছে জেলা প্রশাসনের। যে কারণে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে ৩১শে জুলাই পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত লকডাউন জারি করেছে। অন্যদিকে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে চলছে সপ্তাহে দুদিন পূর্ণ লকডাউন।

বীরভূমে কনটেইনমেন্ট জোনের তালিকা

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বুধবার যে রিপোর্ট পাওয়া গেছে তাতে জানা গিয়েছে, বীরভূমে যে ৫৬টি কনটেইনমেন্ট জোন হয়েছে তার মধ্যে সবথেকে বেশি কনটেইনমেন্ট জোন রামপুরহাট মহকুমা এলাকায়। এখানে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩১টি। এর পরেই কনটেইনমেন্ট জোনের সংখ্যার নিরিখে রয়েছে সিউড়ি সদর। যেখানে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১৮টি। বোলপুর মহকুমা এলাকায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৭টি। অন্যদিকে রাজ্যে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩৭। সবথেকে বেশি কনটেইনমেন্ট জোন নদীয়ার। যেখানে সংখ্যাটা হলো ১৯৩।