Jio ফাইবার গ্রাহকদের জন্য সুখবর, এসে গেল নতুন তিনটি প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : ভারতে ক্রমশ জনপ্রিয় হচ্ছে জিও ফাইবার ব্রডব্যান্ড। জিও ফাইবার ব্রডব্যান্ডের ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়ার মূলে রয়েছে এর নিরবিচ্ছিন্ন পরিষেবা এবং গতি। ইতিমধ্যেই বহু গ্রাহক এই জিও ফাইবারের প্রিপেড এবং পোস্টপেড প্ল্যান ব্যবহার করছেন। সম্প্রতি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে জিও ফাইবারের তিনটি নতুন পোস্টপেড ব্রডব্যান্ড প্ল্যান আনা হয়েছে।

সংস্থার তরফ থেকে নতুন যে তিনটি প্ল্যান আনা হয়েছে সেই তিনটি প্ল্যান হলো ৩ মাস, ৬ মাস এবং ১২ মাসের। এই সমস্ত প্ল্যানের সাথে থাকবে বাড়তি খরচের সুবিধা। পাশাপাশি যে সকল গ্রাহকরা এই পোস্টপেড প্ল্যান ব্যবহার করবেন তাদের স্পিড থাকবে ৩০ Mbps এবং ১ Gbps পর্যন্ত। ডাউনলোড এবং আপলোড উভয় ক্ষেত্রেই যথেষ্ট সামঞ্জস্য থাকবে। এই সকল নতুন প্ল্যান নতুন এবং পুরাতন সমস্ত গ্রাহকদের জন্যই প্রযোজ্য।

স্পিডের ভিন্নতা অনুসারে ১০০ Mbps স্পিডের ক্ষেত্রে তিন মাসের খরচ পড়বে ২০৯৭ টাকা। ১৫০ Mbps স্পিডের ক্ষেত্রে তিন মাসের জন্য খরচ পড়বে ২৯৯৭ টাকা। ৩০০ Mbps স্পিডের জন্য তিন মাসের ক্ষেত্রে খরচ পড়বে ৪৪৯৭ টাকা। ৫০০ Mbps স্পিডের জন্য তিন মাসের ক্ষেত্রে খরচ পড়বে ৭৪৯৭ টাকা এবং ১ Gbps স্পিডের জন্য তিন মাসের ক্ষেত্রে খরচ করতে হবে ১১,৯৯৭ টাকা।

একইভাবে এই সকল ভিন্ন ভিন্ন স্পিডের ক্ষেত্রে ছয় মাসের জন্য যে প্ল্যান রয়েছে সেগুলির খরচ পড়বে যথাক্রমে ২৩৯৪ টাকা (৩০ Mbps), ৪১৯৪ টাকা (১০০ Mbps), ৫৯৯৪ টাকা (১৫০ Mbps), ৮৯৯৪ টাকা (৩০০ Mbps), ১৪৯৯৪ টাকা (৫০০ Mbps), ২৩৯৯৪ টাকা (১ Gbps)।

বার্ষিক অর্থাৎ ১২ মাসের ক্ষেত্রে খরচ হবে যথাক্রমে ৪৭৮৮ টাকা (৩০ Mbps), ৮৩৮৮ টাকা (১০০ Mbps), ১১৯৮৮ টাকা (১৫০ Mbps), ১৭৯৮৮ টাকা (৩০০ Mbps), ২৯৯৮৮ টাকা (৫০০ Mbps), ৪৭৯৮৮ টাকা (১ Gbps)।

এইসকল প্রতিটি প্ল্যানের সঙ্গে আলাদা করে লাগবে জিএসটি। অন্যদিকে অ্যামাজন প্রাইম, ডিজনি+ হটস্টার, নেটফ্লিক্স এবং আরও অনেক কিছু সাবস্ক্রিপশন থাকছে এই সকল প্ল্যানে, কেবলমাত্র ১০০ Mbps স্পিডের প্ল্যান ছাড়া।