সূরাপ্রেমীদের জন্য সুখবর, রাজ্যে অনেকটাই কমলো মদের দাম, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : রাজ্য আবগারি দপ্তরের ঘোষণা অনুযায়ী ১৬ নভেম্বর থেকে বিলিতি মদের দাম এক ধাক্কায় অনেকটা কমলো। লকডাউন পরবর্তী সময়ে মদের দোকান খোলার পর যেভাবে মদের দাম বেড়েছিল সেই জায়গায় এক ধাক্কায় এইভাবে দাম কমা স্বাভাবিকভাবেই সূরাপ্রেমীদের কাছে সুখবর। শুধু সূরাপ্রেমীদের কাছে নয়, এর পাশাপাশি এই দাম কমানো রাজ্যের কাছেও সুখবর। কারণ দাম কমানোর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আশা করছে আরও বাড়বে।

লকডাউন পরবর্তী সময়ে মদের দোকান খোলার পর মদের দামের ওপর অতিরিক্ত কর বসানোর পরিপ্রেক্ষিতে দাম অনেকটাই বেড়ে যায়। এতে রাজ্যের রাজস্ব বাড়বে এমনটা আশা করলেও বিক্রি কমে যাওয়ায় খুব একটা সুদূর প্রসারী হয়নি। বিশেষজ্ঞ মহলের দাবি, এরই পরিপ্রেক্ষিতে পুনরায় রাজ্য কর কমানোর সিদ্ধান্ত নেওয়ার ফলে দাম কমেছে। নতুন হারে কর লাগু হওয়ার পর ২৫ শতাংশ পর্যন্ত মদের দাম কমেছে বলে জানা যাচ্ছে।

নতুনভাবে কর লাগু হওয়ার পর বর্তমানে ভারতে তৈরি বিলিতি মদের দাম দাঁড়িয়েছে সেই দামের তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, বাকার্ডি কার্টা ব্লাঙ্কা সুপিরিয়র হোয়াইট রাম (১৮০ মিলি) ২৪০ টাকা, (৩৭৫ মিলি) ৪৪০ টাকা, ৭৫০ (মিলি) ৮৪০ টাকা৷ ম্যাকডোয়েল নং ১ সেলিব্রেশন ম্যাচিওর ট্রিপিল এক্স রাম (১৮০ মিলি) ১৪০ টাকা, (৩৭৫ মিলি) ২৮০ টাকা, ৭৫০ (মিলি)-৫৪০ টাকা৷

অফিসার্স চয়েস অরিজিন্যাল ট্রিপিল এক্স রাম (১৮০ মিলি) ১২০ টাকা, (৩৭৫ মিলি) ২৪০ টাকা, ৭৫০ (মিলি)-৪৭০ টাকা৷ ওল্ড মঙ্ক ম্যাচিওরড ট্রিপিল এক্স প্রিমিয়াম ভেরি ওল্ড ভেটেড (১৮০ মিলি) ১৪০ টাকা, (৩৭৫ মিলি) ২৮০ টাকা, ৭৫০ (মিলি) ৫৪০ টাকা৷ ওল্ড মঙ্ক গোল্ড রিজার্ভ সিলেক্ট রাম (১৮০ মিলি)ব১৮০ টাকা, (৩৭৫ মিলি) ৩৫০ টাকা, ৭৫০ (মিলি) ৬৭০ টাকা৷

ওল্ড মঙ্ক ট্রিপিল এক্স প্রিমিয়াম রাম (১৮০ মিলি) ১৪০ টাকা, (৩৭৫ মিলি) ২৮০ টাকা, ৭৫০ (মিলি) ৭৫০ টাকা। ওল্ড মঙ্ক হোয়াইট প্রিমিয়াম রাম (১৮০ মিলি) ১৮০ টাকা, (৩৭৫ মিলি) ৩৫০ টাকা, ৭৫০ (মিলি) ৬৭০ টাকা৷ এইট পিএম প্রিমিয়াম ব্ল্যাক (১৮০ মিলি) ২১০ টাকা, (৩৭৫ মিলি) ৩৮০ টাকা, ৭৫০ (মিলি) ৭২০ টাকা৷ সিগ্রাম’স ইম্পিরিয়াল ব্লু ক্লাসিক গেইন (১৮০ মিলি) ১৬০ টাকা, (৩৭৫ মিলি) ৩০০ টাকা, ৭৫০ (মিলি) ৫৯০ টাকা।

ডিএসপি ব্ল্যাক ডিলাক্স (১৮০ মিলি) ১৫০ টাকা, (৩৭৫ মিলি) ২৯০ টাকা, ৭৫০ (মিলি) ৫৬০ টাকা। ম্যাকডোয়েল’স নম্বর ১ প্রিমিয়াম (১৮০ মিলি) ১৭০ টাকা, (৩৭৫ মিলি) ৩৩০ টাকা, ৭৫০ (মিলি) ৬২০ টাকা। ম্যাকডোয়েল’স নম্বর ১ সুপিরিয়র (১৮০ মিলি) ১৬০ টাকা, (৩৭৫ মিলি) ৩০০ টাকা, ৭৫০ (মিলি)-৫৯০ টাকা। অফিসার্স চয়েস ডিলাক্স (১৮০ মিলি) ১৩০ টাকা, (৩৭৫ মিলি) ২৫০ টাকা, ৭৫০ (মিলি) ৫০০ টাকা।

সিগ্রাম’স ব্লেন্ডারস প্রাইড রিজার্ভ (১৮০ মিলি) ৩২০ টাকা, (৩৭৫ মিলি) ৫৯০ টাকা, ৭৫০ (মিলি) ১,১১০ টাকা। ব্লেন্ডারস প্রাইড সিলেক্ট প্রিমিয়াম (১৮০ মিলি) ২৭০ টাকা, (৩৭৫ মিলি) ৪৯০ টাকা, ৭৫০ (মিলি) ৯২০ টাকা। সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগস ব্লেন্ডেড (১৮০ মিলি) ২০০ টাকা, (৩৭৫ মিলি) ৩৭০ টাকা, ৭৫০ (মিলি) ৭১০ টাকা।

ম্যাজিক মোমেন্টস পিওর গ্রেইন (১৮০ মিলি) ১৭০ টাকা, (৩৭৫ মিলি) ৩৩০ টাকা, ৭৫০ (মিলি) ৬২০ টাকা। স্মার্নফ ট্রিপিল ডিস্টিলড (১৮০ মিলি) ২৪০ টাকা, (৩৭৫ মিলি) ৪৩০ টাকা, ৭৫০ (মিলি) ৮২০ টাকা। ওয়াইট মিসচিফ আল্ট্রা পিওর (১৮০ মিলি) ১৭০ টাকা, (৩৭৫ মিলি) ৩৩০ টাকা, ৭৫০ (মিলি) ৬২০ টাকা।

হুইস্কি এবং রামের পাশাপাশি দাম কমেছে বিয়ারেরও। বিয়ারের ক্ষেত্রেও যে হারে দাম কমেছে তাও বিয়ার প্রেমীদের জন্য সুখবর। দাম কমার পর বাডওয়েইজার ম্যাগনাম ১৪৫ টাকা, কার্লসবার্গ স্মুথ প্রিমিয়াম ১২০ টাকা, ফস্টার্স ১০৫ টাকা, হেওয়ার্ডস ৫০০০ দাম ১২০ টাকা, হেইনিকেনের দাম ২২০ টাকা, কিংফিশার স্ট্রং প্রিমিয়াম ১২০ টাকা, টিউবর্গ ক্লাসিকের ১৩৫ টাকা দাম হয়েছে।