বৈঠকের পর বৈঠক, লোবা খোলামুখ কয়লাখনির কাটছে না জট

হিমাদ্রি মণ্ডল : ফের বৈঠক, আজ ছিল জমিদাতাদের প্যাকেজ ঘোষণার দিন কিন্তু ঘোষণা হল না প্যাকেজ।

বীরভূমে দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলে ৩০০০ একর কয়লাখনি শুরুর প্রক্রিয়া ফের পিছিয়ে গেল আজ। জেলা প্রশাসন ভবনে জেলাশাসকের কনফারেন্স হলে জেলা প্রশাসনের সঙ্গে জমির দাম, কর্ম সংস্থান এবং জমিদাতাদের পুনর্বাসনের প্রশ্নে বৈঠক করার কথা ছিল ডিভিসি, জমি রক্ষা কমিটি ও জেলা প্রশাসনের। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ জমি দাতাদের কাছে কি মূল্যে জমি কিনবেন বা তার প্যাকেজ এবং জমিদাতাদের পুনর্বাসনে ব্যবস্থা কিছু করে উঠতে না পারায় বৈঠকটি ফলপ্রসূ হলো না। ফলে জেলা পরিষদ, জেলা প্রশাসন গ্রামের স্থানীয় বাসিন্দারা এবং লোবা কয়লা খনি এলাকার সাধারণ মানুষ ও কৃষি জমি রক্ষা কমিটির নেতৃত্বদের নিয়ে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ফের বৈঠক বসার সম্ভাবনার কথা জানালেন জেলাশাসক।

জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী জানান, সাধারণ মানুষদের সাথে কথা বলে প্যাকেজ ঘোষণা করতে হবে ডিভিসি কর্তৃপক্ষকে।

কৃষি জমি রক্ষা কমিটির নেতা জয়দীপ মজুমদার বলেন, এলাকায় গিয়ে জমির দাম নির্ণয় করতে হবে। পাশাপাশি তার দাবি মূল্যায়নের ভিত্তিতে ঘোষণা করতে হবে প্যাকেজ।