পুজোয় লোকাল ট্রেন চালানো নিয়ে নয়া সিদ্ধান্ত নিল রেল, সুবিধা বাড়বে যাত্রীদের

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই রয়েছে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসবকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শহর ও শহরতলীতে আগমণ হয় দর্শনার্থীদের। আগত এই সকল দর্শনার্থীদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য লোকাল ট্রেন চালানো নিয়ে ভারতীয় রেলের তরফ থেকে নয়া সিদ্ধান্ত নেওয়া হল।

পুজোর দিনগুলিতে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছে, সারারাত ধরে চলবে সরকারি বাস। এর পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সারারাত মেট্রো চালানোর। এসবের মাঝেই লোকাল ট্রেন নিয়ে বড়সড় ঘোষণা করলো রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে পুজোয় সারারাত ধরে লোকাল ট্রেন চালানো হবে। এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত শিয়ালদহ শাখায় প্রতি রাতে ২০টি বাড়তি ট্রেন চালানোর। রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদা–দমদম–নৈহাটি–রানাঘাট, শিয়ালদা–বনগাঁ, রানাঘাট–বনগাঁ এবং শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন।

শিয়ালদা থেকে রানাঘাট শেষ লোকাল ট্রেন ছাড়া হবে রাত্রি ১২ঃ৪৫ মিনিটে। অন্যদিকে রানাঘাট থেকে শিয়ালদা শেষ লোকাল ট্রেন ছাড়া হবে রাত্রি ১১ঃ৪৫ মিনিটে। আবার শিয়ালদা থেকে নৈহাটি রাতে ট্রেন ছাড়বে রাত্রি ১১ঃ৪৫ মিনিটে এবং নৈহাটি থেকে শিয়ালদা ট্রেন ছাড়বে রাত্রিবেলায় ২ঃ৩০ মিনিটে। এছাড়াও শিয়ালদা বনগাঁ এবং বনগাঁ শিয়ালদা রুটে রাত্রিবেলায় একাধিক ট্রেন চালানো হবে।

এর পাশাপাশি হাওড়া থেকেও ব্যান্ডেল সহ বিভিন্ন রুটে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে পুজোর সময়। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন ছাড়বে রাত ১২ঃ৪৫ এবং ১টার সময়। বর্ধমান মেন লাইনে ট্রেন ছাড়বে রাত ১:৫১ মিনিটে। ব্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১১টা এবং সাড়ে ১১টায়। এছাড়াও আরও একগুচ্ছ লোকাল ট্রেন দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য।