সুখবর, লোকাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ালো রাজ্য

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ার পর রবিবার রাজ্য সরকার বিধি-নিষেধ জারি করে। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা এই সকল বিধিনিষেধের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল লোকাল ট্রেন নিয়ে।

রাজ্য সরকার করোনা বিধি নিষেধ সম্পর্কিত নির্দেশিকায় জানাই, বিধি নিষেধ চলাকালীন অর্থাৎ ১৫ জানুয়ারি পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু থাকলেও ৫০ শতাংশের বেশি যাত্রী নিয়ে ট্রেন চলাচল করা যাবে না। এর পাশাপাশি জানানো হয় লোকাল ট্রেন চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

রাজ্য সরকারের এই ঘোষণার পর বিভিন্ন মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করে। বিভিন্ন কাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতকারী যাত্রীরা প্রশ্ন তোলেন, কিভাবে বাড়ি ফিরবেন? অন্যদিকে এই লোকাল ট্রেনের চলাচল নিয়ে রেলের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়, সন্ধ্যা সাতটার পর কোনভাবেই লোকাল ট্রেন চালানো হবে না। কেবল চলবে স্টাফ স্পেশাল ট্রেন। যে সকল স্টাফ স্পেশাল ট্রেনে সরকারি কর্মচারী, রিলের কর্মী অথবা রাজ্য সরকার অনুমোদিত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ছাড়া চড়তে পারবেন না।

রাজ্য সরকারের এই ঘোষণার পর সোমবার সপ্তাহের প্রথম দিন রাজ্যের বিভিন্ন রুটের লোকাল ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপচে পড়া ভিড় বিধিনিষেধের থেকেও বেশি আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে। তবে এসবের পরিপ্রেক্ষিতেই এবার লোকাল ট্রেনের সময়সূচি নিয়ে সুখবর দিল রাজ্য সরকার।

পূর্বের নির্দেশিকায় পরিবর্তন এনে সোমবার রাজ্য সরকার জানালো, বিধিনিষেধ চলাকালীন সোমবার থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। ঘোষণা অনুযায়ী যে কোন স্টেশন থেকে রাত্রি দশটা পর্যন্ত লোকাল ট্রেন ছাড়বে। রাত্রি দশটার পর আর কোন স্টেশন থেকে ছাড়বে না লোকাল ট্রেন। অর্থাৎ আগের ঘোষণা অনুযায়ী লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমা আরও তিন ঘণ্টা বাড়ল। এই সময়সীমা বৃদ্ধিতে খুশি সাধারণ যাত্রীরা।