‘অনুব্রত মণ্ডল চরম ভীতু’, লকেট চ্যাটার্জী

পার্থ দাস : সাংগঠনিক কাজে শুক্রবার দিনভর বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বীরভূমে কাটালেন। বীরভূমে এসে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করবেন না এমনটা হতে পারে না। কটাক্ষ করার সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার তিনি তাকে ‘চরম ভীতু’ বলে কটাক্ষ করলেন।

অনুব্রত মণ্ডলকে ভীতু বলে কটাক্ষ করেন মূলত অনুব্রত মন্ডলকে সিবিআই তলব এবং সেই সিবিআই তলব এড়ানো নিয়ে। তিনি বলেন, “চুরি করার সময় অনুব্রত মন্ডলের কোন শরীর খারাপ হয় না। যেই সিবিআই ডাকে সেই উনি উডবার্নে গিয়ে ভর্তি হয়ে যান। এতটাই ভিতু উনি। আমরা জানি কোটি কোটি টাকার লেনদেন হয়েছে।”

এর পাশাপাশি তিনি অনুব্রত মণ্ডলের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তার কথায়, ‘উনার যে এত টাকা তার সোর্স কি? কেউ জানে না। একজন মানুষ কিছু না করে, কেবলমাত্র মানুষের সেবা করতে গিয়ে, পলিটিক্স করতে গিয়ে এত টাকা তার কি করে আসে? সিবিআই তদন্ত হলে পুরো সত্যি জিনিসটি সামনে বেরিয়ে আসবে।’

এর পাশাপাশি লকেট চ্যাটার্জি বলেন, “এখন উনি মুখ্যমন্ত্রীর দয়ায় এত বড় বড় কথা বলছেন। সিবিআই যখন ওনাকে হেফাজত নিয়ে জেলা করবেন তখন মুখ্যমন্ত্রী উনার হাত ছেড়ে দেবেন। এখন থেকে কাউন্টিং শুরু হচ্ছে কতদিন বাদে, কত তাড়াতাড়ি হাজার নয় সালের ভেতরে ঢোকেন।”

এর পাশাপাশি তিনি এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে বলেন, এসএসসি দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখন শুধু পার্থ চট্টোপাধ্যায় এবং পরের অধিকারীর নাম শোনা যাচ্ছে, তবে এর সঙ্গে বড় বড় রাঘববোয়াল জড়িয়ে রয়েছেন। কালীঘাটের কেউ আছে কিনা সেটা সিবিআই তদন্তে ধরা পড়বে। এসএসসি দুর্নীতি কাণ্ডের পর কলেজ-বিশ্ববিদ্যালয়ে কোনরকম দুর্নীতি বেরিয়ে রয়েছে কিনা তা ধামাচাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আচার্য হচ্ছেন।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তৃণমূল নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।