লন্ডনের ছোঁয়া অশোকনগরে, নতুন বছরে অবাক করবে মানুষকে, উচ্ছ্বাস চোখে পড়ার মতো

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীকে স্বপ্ন দেখিয়েছিলেন কলকাতাকে লন্ডন করার। তবে সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক। কিন্তু এই বিতর্কের মাঝেই রাজ্যের বেশ কিছু শহর ইতিমধ্যেই লন্ডনের ছোঁয়া পেয়েছে আর সেই রকমই লন্ডনের ছোঁয়া পেতে চলেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর।

কলকাতার লেকটাউন, বীরভূমের রামপুরহাটের মত রয়েছে বেশ কিছু শহর যেখানে রয়েছে লন্ডনের বিগ বেন ঘড়ির মত ঘড়ি। ঠিক সেই রকমই উত্তর ২৪ পরগনার অশোকনগরে একটি ঘড়ি বসতে চলেছে। এই বিগ বেন ঘড়িকে ঘিরেই এখন এলাকার মানুষদের মধ্যে উচ্ছ্বাস। আশা করা হচ্ছে নতুন বছরের আগেই এই ঘড়ির উদ্বোধন হয়ে যাবে।

লন্ডনের বিগ বেন ঘড়ির ছোঁয়ায় অশোকনগরে এই ঘড়িটি বসানো হচ্ছে অশোকনগরে প্রবেশের মুখেই শেরপুর এলাকায়। এখানে এ পি এ ক্লাবের মাঠে এই ঘড়িটি বসানো হচ্ছে। এখানকার এই বিগ বেন ঘড়ির উচ্চতা হবে ৫০ ফুট। যা লন্ডনের বিগ বেন ঘড়ির ছোট সংস্করণ।

বিগ বেন ঘড়ি বসার কাজ শুরু হতেই অশোকনগরের বাসিন্দাদের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই ঘড়ি বসলে এলাকায় আলাদা একটি পরিচিতি তৈরি হবে। এর পাশাপাশি অশোকনগরে যে সকল দর্শনীয় স্থান রয়েছে সেগুলির মধ্যে এই জায়গাটিও হয়ে উঠবে একটি আকর্ষণীয় জায়গা।

৫০ ফুটের টাওয়ার তৈরি করার পর তার মাথায় চারদিকে চারটি বড় মাপের ঘড়ি বসানো হচ্ছে। এমনভাবে এই সকল ঘড়িগুলি বসানো হচ্ছে যাতে ৫০০ মিটার দূর থেকেও তা দেখা যায়। এছাড়াও এই ঘড়িতে প্রতি ঘন্টায় বিশেষ আওয়াজ হবে। ঢং ঢং করে বেজে উঠবে এই ঘড়ি। ৫০ ফুট লম্বা এবং ৮ ফুট চওড়া এই বিগ বেন ঘড়ি টাওয়ার বানাতে পৌরসভার খরচ হচ্ছে ২০ লক্ষ টাকা।