৫০০ বছরে হয়নি, সবচেয়ে বড় মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) অথবা সূর্যগ্রহণ (Solar Eclipse), বছরে এমন একাধিক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে দেখা যায় বিশ্ববাসীকে। সেইমতো আজ অর্থাৎ ১৯ নভেম্বর রয়েছে চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ হবে খন্ড চন্দ্রগ্রহণ (Partial Lunar Eclipse)। তবে এর যে সকল বিশেষত্ব রয়েছে তাতে ৫০০ বছরের এমনটা।

মূলত দীর্ঘ সময় ধরে এদিন এই চন্দ্রগ্রহণ চলবে। জানা যাচ্ছে, বিগত ৫০০ বছরে এমন দীর্ঘ চন্দ্রগ্রহণ হয়নি। এর আগে এমন দীর্ঘ সময় ধরে চন্দ্রগ্রহণ হয়েছিল ১৪৪০ সালে। এদিন যে চন্দ্রগ্রহণ দেখা যাবে সেই চন্দ্রগ্রহণ চলবে প্রায় ৬ ঘন্টা ধরে। এদিনের এই চন্দ্রগ্রহণ এই বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত থেকে। ভারত ছাড়াও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে উত্তর ও দক্ষিণ আমেরিকায়।

খন্ড গ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল ১১ টা ৩২ মিনিট নাগাদ। ভারতে চন্দ্রগ্রহণ দিনের শুরু হওয়ার কারণে শুরুর দিকে লক্ষণীয় না হলেও টানা ছয় ঘন্টা এই চন্দ্রগ্রহণ চলার কারণে যখন এই গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে সেই সময় ভারতের কিছু অঞ্চল থেকে তা লক্ষণীয় হবে। সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করবে। পৃথিবী অবস্থান করবে চাঁদ ও সূর্যের মাঝখানে।

আংশিক বা খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পাবেন উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দারা। অরুণাচলপ্রদেশ, অসম এবং সংলগ্ন এলাকায় একেবারে চূড়ান্ত পর্যায়ে এই চন্দ্রগ্রহণ দেখার সুযোগ মিলবে। এছাড়াও উপচ্ছায়া সংক্রান্ত গ্রহণের দেখা মিলবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বেশ কিছু অংশে। তবে এই ধরনের গ্রহণ আংশিক সময়ের জন্য লক্ষ্য করা যায়।

আগেই বলা হয়েছে এই চন্দ্রগ্রহণ দীর্ঘ সময় ধরে হতে চলেছে যা এর আগে হয়েছিল ১৪৪০ সালে। পূর্ণ চন্দ্রগ্রহণের থেকেও এই চন্দ্রগ্রহণ দীর্ঘ সময় ধরে হতে চলেছে। পরবর্তীতে ৪০০০ বছর পর এত দীর্ঘ সময় ধরে আংশিক বা খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিভিন্ন গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর যে পরিসংখ্যান সামনে এসেছে তা থেকে জানা যাচ্ছে, এমন দীর্ঘতম মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ববাসীর পুনরায় থাকতে পারেন ২৪৮৯ সালের ৯ অক্টোবর।