শীতে বাধা হয়ে দাঁড়াতে পারে নিম্নচাপ, এই দিন থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : প্রকৃতির গতি প্রকৃতি অনুযায়ী এই বছর নভেম্বর মাস থেকেই শীত ভালোভাবেই অনুভূত হবে এমনটাই মনে করা হচ্ছিল। সেই অনুমান সত্যি করেই নভেম্বর মাসের শুরুতেই হালকা শীতের আমেজ শুরু হয়। কিন্তু পরক্ষণেই শীতের এই আমেজ উধাও হয়ে নিম্নচাপের কারণে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ২৪ ঘন্টা রাজ্যে কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রার পারদ কমবে। শীতের আগমন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। ভোরের দিকে তাপমাত্রা কমলেও দিনের বেলা এবং রাতের দিকে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ বাড়বে বলে মনে করা হচ্ছে।

তবে আবার এই তাপমাত্রার পারদের পতনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে আরও একটি নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি ক্রমশ অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে ডিসেম্বর মাসের একেবারে শুরুতেই ফের একবার রাজ্যের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।

এই নিম্নচাপ ডিসেম্বর মাসের শুরুতেই রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ফের একবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের পরিবেশ কেটে গেলেই জাঁকিয়ে শীত পড়বে পশ্চিমবঙ্গ জুড়ে।

কোন দিকে হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রির নিচে এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নীচে।