বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ দিন ভারী বৃষ্টি, কোন কোন জেলায় কত পরিমাণ

নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরশুম শেষ হতে চললেও এখনো পর্যন্ত সেইভাবে খাতা খুলতে পারি নি বৃষ্টি। এমন পরিস্থিতিতে মাঠঘাট নদী-নালা সব শুকিয়ে কাঠ। আর দিন কয়েক এইরকম পরিস্থিতি বজায় থাকলে করা ঘোষণা করা ছাড়া কোন উপায় নেই। বর্তমান এই পরিস্থিতির কারণে ইতিমধ্যেই মাথায় হাত পড়েছে চাষীদের।

যদিও সম্প্রতি বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণে কিছুটা হলেও বৃষ্টি নিয়ে আসার আলো দেখাচ্ছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকায় যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবে আগামী সোমবার অর্থাৎ ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাবে বিক্ষিপ্তভাবে।

৮ আগস্ট : এই দিন সব জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

৯ আগস্ট : এই দিন বৃষ্টির দাপট বাড়বে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বেশকিছু জায়গায় ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে ৭০ থেকে ১১০ মিলিমিটার হতে পারে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। প্রায় প্রতিটি জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

১০ আগস্ট : দক্ষিণবঙ্গের পাঁচ জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ওই ৫ জেলায় ঘণ্টায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ ৬০ কিমিতে পৌঁছাতে পারে।

হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেও বিক্ষিপ্তভাবে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

১১ আগস্ট : পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।