বাড়লো না কমলো, দেখে নিন অক্টোবরের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদন : নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। আর এমত অবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো দুরূহ হয়ে পড়েছে। আর এর পাশাপাশি আবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া মরার উপর খাড়ার ঘা।

এমত অবস্থায় যখন প্রতিনিয়ত জ্বালানীর দাম বেড়েছে, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিস, খাদ্যশস্যের দাম বেড়ে চলেছে ঠিক সে সময় মনে করা হচ্ছিল অক্টোবর মাসে রান্নার গ্যাসের দামও বৃদ্ধি পেতে পারে। যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে অক্টোবর মাসে রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অক্টোবর মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে দেখা গিয়েছে সেপ্টেম্বর মাসে গ্রাহকদের যে টাকা দিতে হয়েছিল সেই টাকায় দিতে হবে অক্টোবর মাসেও। যদিও দেশের কোন কোন রাজ্যে বৃদ্ধি পেয়েছে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারের দাম। অন্যদিকে দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক অর্থাৎ ১৯ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম।

১৪.২ কেজি সিলেন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

দিল্লি – ৫৯৪ টাকা, কলকাতা – ৬২০.৫০ টাকা, মুম্বই – ৫৯৪ টাকা, চেন্নাই – ৬১০ টাকা, গুরগাঁও – ৬১২ টাকা (এখানে সেপ্টেম্বর মাসের তুলনায় সিলেন্ডার প্রতি গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ৯ টাকা), নয়ডা – ৫৯২ টাকা, ব্যাঙ্গালোর – ৫৯৭ টাকা, ভুবনেশ্বর – ৬২০.৫০ টাকা, চন্ডিগড় – ৬৯০.৫০ টাকা ( এখানে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ৮৭ টাকা), হায়দ্রাবাদ ৬৪৬.৫০ টাকা, জয়পুর – ৫৯৮ টাকা, লখনৌ – ৬৩২ টাকা, পাটনা – ৬৯২.৫০ টাকা, ত্রিবান্দ্রম – ৬০৩.৫০ টাকা।

অন্যদিকে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২৩.৫০ টাকা। অক্টোবর মাসে এই বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে সিলিন্ডার প্রতি ১,২২০ টাকা।

পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

পশ্চিমবঙ্গে ১৪.২ কেজি সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম সেপ্টেম্বর মাসের মতই অর্থাৎ অক্টোবর মাসে এর দাম অপরিবর্তিত রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় অক্টোবর মাসে গ্রাহকদের রান্নার গ্যাসের দাম দিতে হবে তা হল আলিপুরদুয়ার – ৬৪৭.৫০ টাকা, বাঁকুড়া – ৬৩২.৫০ টাকা, বীরভূম – ৬৫২ টাকা, কোচবিহার – ৬৪৭.৫০ টাকা, দক্ষিণ দিনাজপুর – ৬৯২.৫০ টাকা, দার্জিলিং – ৬৪৭.৫০ টাকা, হুগলি – ৬২৩.৫০ টাকা, হাওড়া – ৬২২ টাকা, জলপাইগুড়ি – ৬৪৭.৫০ টাকা, ঝাড়গ্রাম – ৬১৩ টাকা, কালিম্পং – ৭৫০ টাকা, কলকাতা – ৬২০.৫০ টাকা, মালদা – ৬৯১.৫০ টাকা, মুর্শিদাবাদ – ৬৩৮ টাকা, নদীয়া – ৬২১ টাকা, উত্তর ২৪ পরগনা – ৬২০.৫০ টাকা, পশ্চিম বর্ধমান – ৬৩৪ টাকা, পশ্চিম মেদিনীপুর – ৬১৩ টাকা, পূর্ব বর্ধমান – ৬৩৪ টাকা, পূর্ব মেদিনীপুর – ৫৯৬.৫০ টাকা, পুরুলিয়া – ৬৪৯.৫০ টাকা, দক্ষিণ ২৪ পরগনা – ৬২০.৫০ টাকা, উত্তর দিনাজপুর – ৬৯২.৫০ টাকা।

তবে বাণিজ্যিক রান্নার গ্যাস অর্থাৎ ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য গত মাসের তুলনায় ২৩.৫০ টাকা বেশি গুনতে হবে রাজ্যের প্রতিটি জেলার বাসিন্দাদের।