রান্নার গ্যাসে ২০০ টাকা ছাড়, কারা পাবেন, কি রয়েছে নিয়ম

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই দফায় দফায় বেড়েছে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম। মাঝে একবার কি দুবার দাম কমে ছিল, কিন্তু এরপর আর দাম কমার মত কোন ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি। রান্নার গ্যাস সিলিন্ডারের এই বিপুল দাম বৃদ্ধির কারণে নাজেহাল অবস্থা হয়ে পড়ে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির।

চলতি মে মাসে লাগাতার দু’বার রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্য তথা দেশের অধিকাংশ জায়গায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা পার করে ১১ শ টাকার দিকে পৌঁছে যায়। এমন অবস্থায় বহু নিম্নবিত্ত পরিবারের সদস্যরা গ্যাসের বদলে কাঠ-কয়লা রান্না শুরু করেন।

এরই মধ্যে শনিবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নেয় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। আগে যে ভর্তুকির পরিমাণ ছিল তার থেকে প্রায় ৬ গুণ বৃদ্ধি পাচ্ছে এই ভর্তুকি। তবে এই ভর্তুকি সবার জন্য নয় এবং এই নিয়মে মিলিবে এই ভর্তুকি।

এই ভর্তুকি দেওয়া হবে উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যে সকল উপভোক্তারা তাদের গ্যাস কানেকশন নিয়েছেন তারা এই সুবিধা পাবেন। দেশে এই প্রকল্পের আওতায় ৯ কোটি গ্রাহক রয়েছেন। এই ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন।

বছরে ১২ টি সিলিন্ডারের উপর এই ভর্তুকি দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্র সরকার এক একটি উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্য বছরে ২৪০০ টাকা ভর্তুকি দেবে। ১৩ নম্বর গ্যাস সিলিন্ডার বুকিং করা হলে সে ক্ষেত্রে এই ভর্তুকি পাওয়া যাবে না। অন্যদিকে এই সুবিধা কতদিন চলবে তার সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, চলতি বছর পর্যন্ত এই ভর্তুকি দেওয়া হবে উপভোক্তাদের।