প্রকাশ্যে এলো হলদে পাঞ্জাবি, মেরুন ধুতি, তানপুরা হাতে মদনের নতুন গান

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই চলছিল শুটিং। শুটিং চলাকালীনই ‘রঙিন ছেলে’ মদন মিত্রের নতুন একটি গান রিলিজ হতে চলেছে তা নিয়ে ছড়িয়ে পড়েছিল খবর। আর সেই গান কবে সামনে আসবে তা নিয়ে অধীর আগ্রহে বসেছিলেন মদন মিত্র অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে এলো সেই গান।

গানটি রিলিজ হতেই ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে টকটকে হলদে পাঞ্জাবি ও মেরুন ধুতি পরিহিত তানপুরা হাতে মদন মিত্রের নতুন রূপ। ভবানীপুরে উপ নির্বাচনের আগে মদন মিত্রের এই গান মমতা বন্দনায় ভরে উঠেছে। এর আগে বিধানসভা নির্বাচনের সময় ‘ওহ লাভলি’ গান গেয়ে যেমন মদন মিত্র মমতার বন্দনা করেছিলেন এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি। এবার নতুন গানে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে নিয়ে গেলেন দিল্লি।

মদন মিত্রের নতুন গান ফুটে উঠেছে ‘ভবানীপুর টু কামারহাটি, ওয়েস্ট বেঙ্গল টু দেশের মাটি/ মমতার হাত ধরে সামনে হাঁটি’। তবে মদন মিত্রের এই গানে রাজনীতির ছোঁয়া থাকলেও বিনোদনের অন্যতম রসদ হিসেবে তার এই গান সুপার ডুপার হিট হয়ে উঠেছে ইতিমধ্যেই। কারণ দলীয় রেষারেষি ভুলে তিনি যে ‘বং ক্রাশ’। বাংলার আপামর জনতা মজে থাকেন মদনে।

বিধানসভা ভোটের সময় যেমন তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এবারের এই মদন মিত্রের গানে ফুটে উঠেছে ‘India Wanna’ve Her Betiyaa’। মদন মিত্রের বাইক চালানোর ভিডিও অথবা জিম লুক যেমন নিমেষে ভাইরাল হয়ে পরে ঠিক তেমনই এই গানটিও রিলিজ হওয়ার পর ভাইরাল হয়ে পড়েছে।

ইতিমধ্যেই এই ভিডিও প্রায় ছয় লক্ষ ভিউ হওয়ার পাশাপাশি ১০ হাজারের বেশি শেয়ার হয়েছে। পছন্দের তালিকায় রয়েছেন ৩২ হাজারের বেশি মানুষ। এটি কেবলমাত্র মদন মিত্রের ফেসবুক পেজ থেকেই লক্ষ্য করা যায়। কমেন্টের সংখ্যাও চোখে পড়ার মতো। এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যমে সমান ভাবে বেড়ে চলেছে এই গানের জনপ্রিয়তা।

অন্যদিকে মদন মিত্রের নতুন এই গানে তার লুক নজর কেড়েছে বাঙ্গালীদের। কখনো পাঞ্জাবি পরে তানপুরা হাতে, কখনো আবার ধুনুচি হাতে নাচতে থাকা মহিলাদের মাঝে, কখনো আবার রঙিন ছেলের বেশে। আর এইসব দেখে নেট পাড়ায় একটি মত ভেসে আসছে ‘মদনবানের জোয়ারে ভেসে যাবে মানুষ’।