একেই বলে ভালোবাসা, ভিক্ষা করে ৯০ হাজারের মোপেড কিনে দিলেন স্ত্রীকে ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদন : ভালোবাসা সবার কাছে সমান। নিজেদের ভালোবাসার জন্য উচ্চবিত্ত হোক অথবা নিম্নবিত্ত প্রত্যেকেই সর্বোচ্চ প্রতিদান স্বরূপ দিয়ে থাকেন। এমনটাই প্রমাণ করলেন মধ্যপ্রদেশের এক ভিক্ষুক।

মধ্যপ্রদেশের সন্তোষ কুমার সাহু নামে ওই ভিক্ষুক রাতারাতি সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। তিনি তার ভালোবাসা স্ত্রীকে ভিক্ষা করে একটি মোপেড কিনে দেওয়ার জন্য এমন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। মোপেড কেনার জন্য ওই ভিক্ষুকের খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এই সম্পূর্ণ টাকা ভিক্ষা করেই জোগাড় করেছেন সন্তোষবাবু।

তবে হঠাৎ স্ত্রীকে মোপেড কিনে দেওয়ার সব কেন হল সন্তোষবাবুর! এই বিষয়ে সন্তোষবাবু জানিয়েছেন, তার স্ত্রীর কোমরে ব্যথার সমস্যা দীর্ঘদিনের। সেই কারণেই তিনি এই মোপেড তাকে উপহার দিয়েছেন তার ভিক্ষা করে উপার্জন থেকে। এই কাজ করার পর সন্তোষবাবু ফের একবার প্রমাণ করলেন একজন পুরুষ তার স্ত্রীকে খুশি রাখার জন্য অনেক কিছুই করতে পারেন।

সোশ্যাল মিডিয়ার দর্শকরা এই বিষয়টি জানার পর থেকেই তাঁর এমন কীর্তিকে অমর প্রেম বলে আখ্যা দিয়েছেন। অনেকেই আবার মজা করে বলেছেন টুরু লাভ। সন্তোষ বাবুর কথা অনুযায়ী, তার স্ত্রী মুন্নি দীর্ঘদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন। তিনি ট্রাই সাইকেল চালাতেন। কোমরের ব্যথার কারণে তার কষ্ট হতো। সেই কথা স্বামী সম্পর্কে জানিয়ে ছিলেন। এর পরেই সন্তোষবাবু মোপেড কিনে দিয়ে তার ব্যথা লাঘব করার চেষ্টা চালিয়েছেন।

সন্তোষ কুমার সাহু এবং মুন্নি মধ্যপ্রদেশের চিন্দওয়ারা জেলার বাসিন্দা। এখন এই মোপেড চড়েই দুজনে সিওনি, ভোপাল, ইন্দোর যাতায়াত করছেন ভিক্ষাবৃত্তির জন্য। জানা গিয়েছে, তারা এই মোপেড কেনার জন্য গত চার বছর ধরে অর্থ সঞ্চয় করেছেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি স্ত্রীর কষ্ট লাঘব হয়েছে বলেও দাবি করেছেন সন্তোষবাবু।