ভোটের কারণে বদলে গেল মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, সামনে এলো নতুন সূচি

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েকটি দিন তারপরেই শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। গত কয়েক বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টানাপোড়েন পরিস্থিতি তৈরি হয়। তবে সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে এখন স্বাভাবিক ছন্দে ফিরেছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ অন্যান্য পরীক্ষার পাশাপাশি পঠনপাঠন।

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছিল তাতে আগামী ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সূচি অনুযায়ী ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা, ২৪ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা, ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোলের পরীক্ষা, ২৭ ফেব্রুয়ারি হবে ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌত বিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

তবে উপনির্বাচনের দিন ঘোষণা করে দেওয়ার ফলে এই পরীক্ষা সূচিতে সামান্য পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। নির্বাচন কমিশনের তরফ থেকে ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে সাগরদিঘী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে এমনই ঘোষণা করা হয়েছে। যে কারণে ওই দিন যে ইতিহাস পরীক্ষা হওয়ার সূচী আগে ঘোষণা করা হয়েছিল তার পরিবর্তন করা হলো।

উপনির্বাচনের দিন কোনভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়ার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো হয়েছে, ২৭ ফেব্রুয়ারি যে ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল তা হবে ১ মার্চ। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিহাস পরীক্ষার দিন পরিবর্তন করা হলেও অন্যান্য পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে। তবে পরীক্ষার দিন পরিবর্তনের ফলে অংক পরীক্ষার আগে একদিন যে সময় পাচ্ছিল পরীক্ষার্থীরা তা আর পাবে না।