নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় বুধবার। বুধবার সকাল দশটার সময় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবছরের মাধ্যমিকের ফলাফল এবং মেধা তালিকা প্রকাশ করেন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ঘোষণা অনুযায়ী জানা যায় এবছর ১৩৯ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। আর পরীক্ষায় সফল হয়েছেন ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। পাশের হার ৮৬.৩৪ শতাংশ। পাশাপাশি এবছর ৮৪ জন ছাত্র-ছাত্রী রাজ্যের বিভিন্ন জেলা থেকে এক থেকে দশের মধ্যে রয়েছে।
বুধবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলেও এবছর অন্যান্য বছরের মতো ফলাফলের দিনেই পড়ুয়াদের মার্কশিট দেওয়া হচ্ছে না। বর্তমান করোনা আবহের কথা মাথায় রেখে আগামী ২২ শে জুলাই সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে মাধ্যমিকের মার্কশিট। অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করার সময় যথোপযুক্ত প্রমাণ দেখিয়ে সংগ্রহ করতে হবে। তবে আজ থেকেই পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন অনলাইনে মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা প্রদত্ত বিভিন্ন ওয়েবসাইটে।
২০২০ সালের মাধ্যমিকে এক থেকে দশের মধ্যে থাকাদের তালিকা
১) অরিত্র পাল, পূর্ব বর্ধমান (৬৯৪)। ২) সায়ন্তন গড়াই, বাঁকুড়া (৬৯৩)। ৩) অভিক দাস, কাটোয়া (৬৯৩)। ৪) সৌম্য পাঠক, বাঁকুড়া (৬৯০)। ৫) দেবস্মিতা মহাপাত্র, পূর্ব মেদিনীপুর (৬৯০)। ৬) অরিত্র মাইতি, উত্তর ২৪ পরগনা (৬৯০)। ৭) অগ্নিভ সাহা, বীরভূম (৬৮৯)। ৮) অনিকেত সরকার, দক্ষিণ দিনাজপুর (৬৮৮)। ৯) স্বস্তিক সরকার, বর্ধমান। ১০) রস্মিতা সিংহ মহাপাত্র, বাঁকুড়া।
১১) বিভাবসু মন্ডল, মুর্শিদাবাদ (৬৮৮)। ১২) রিঙ্কি ঘটক, দার্জিলিং (৬৮৭)। ১৩) সূনৃত সিংহ, উত্তর দিনাজপুর (৬৮৭)। ১৪) অর্চিষ্মান সাহা, বীরভূম (৬৮৭)। ১৫) রাজিবুল ইসলাম, বীরভূম (৬৮৭)। ১৬) সৌরভ বিশ্বাস, বাঁকুড়া (৬৮৭)। ১৭) সৃজন সাহা, বর্ধমান (৬৮৭)। ১৮) সোহম দাস, মানকুন্ডু (৬৮৭)। ১৯) প্রিন্স কুমার সিংহ, হাওড়া (বিহারের বাসিন্দা) (৬৮৭)। ২০) অরিজিত প্রহরাজ, পূর্ব মেদিনীপুর (৬৮৭)। ২১) সপ্তর্ষি জানা, পূর্ব মেদিনীপুর (৬৮৭)।
২২) অস্মি চৌধুরী, উত্তর ২৪ পরগনা (৬৮৭)। ২৩) সৌহার্দ্য পাত্র, হাওড়া (৬৮৭)। ২৪) করণ দত্ত, কোচবিহার (৬৮৬)। ২৫) রিতম বর্মন, কোচবিহার (৬৮৬)। ২৬) সোহম তামাং, মালদা (৬৮৬)। ২৭) শুভদীপ চন্দ্র, বীরভূম (৬৮৬)। ২৮) আরানি চ্যাটার্জী, বীরভূম (৬৮৬)। ২৯) অরিত্র মাঝি, বাঁকুড়া (৬৮৬)। ৩০) সাগ্নিক মিত্র বাঁকুড়া (৬৮৬)। ৩১) সৌভিক সরকার, বর্ধমান (৬৮৬)। ৩২) শুহ ঘোষ, হুগলি (৬৮৬)। ৩৩) দিব্যা কান্তি ঘোউরি, হুগলি (৬৮৬)। ৩৪) সম্প্রীতি কুন্ডু, হুগলি (৬৮৬)। ৩৫) ঋচীক সামন্ত, হুগলি (৬৮৬)।
৩৬) পিভাস প্রামানিক, পূর্ব মেদিনীপুর (৬৮৬)। ৩৭) অনুষ্টুপ দাস, পূর্ব মেদিনীপুর (৬৮৬)। ৩৮) দেবাক্স সিদ্ধান্ত, মুর্শিদাবাদ (৬৮৬)। ৩৯) সাহিত্য মন্ডল, বারুইপুর (৬৮৬)। ৪০) সৈয়দ মহঃ তামিম, দক্ষিণ ২৪ পরগনা (৬৮৫)। ৪১) বরুনোদ্দিত সাহা, জলপাইগুড়ি (৬৮৫)। ৪২) নাজনীন আজাদ, মালদা (৬৮৫)। ৪৩) মহঃ তাহেনুজ্জামান, মালদা (৬৮৫)। ৪৪) সুপ্রতীক পন্ডিত, হুগলি (৬৮৫)। ৪৫) অঙ্কিতা ঘোষ, বাঁকুড়া (৬৮৫)। ৪৬) শুভঙ্কর মাইতি, পশ্চিম মেদিনীপুর (৬৮৫)। ৪৭) সৌমোপ্রভ দে, পূর্ব মেদিনীপুর (৬৮৫)। ৪৮) মোহঞ্জন দেবনাথ, মুর্শিদাবাদ (৬৮৫)। ৪৯) মঞ্জুস হালদার,
উত্তর ২৪ পরগনা (৬৮৫)। ৫০) অয়ন ঘোষ,
কলকাতা (৬৮৫)। ৫১) সৌম্যদীপ সরকার,
দক্ষিণ বারাসাত (৬৮৫)। ৫২) শ্রেয়া সরকার, জলপাইগুড়ি (৬৮৪)। ৫৩) অঙ্কিতা মন্ডল, মালদা (৬৮৪)। ৫৪) অয়নদ্বীপ সানিগ্রহি,
বাঁকুড়া (৬৮৪)। ৫৫) সবর্ণা হাতি, বাঁকুড়া (৬৮৪)। ৫৬) অনুশ্রী ঘোষ, পশ্চিম বর্ধমান (৬৮৪)।
৫৭) উর্যাশী মন্ডল, পূর্ব বর্ধমান (৬৮৪)। ৫৮) শুভদীপ ব্যানার্জি, পুরুলিয়া (৬৮৪)। ৫৯) তন্ময় বার, পূর্ব মেদিনীপুর (৬৮৪)। ৬০) শুভদীপ বৈদ্য, দক্ষিণ ২৪ পরগনা (৬৮৪)। ৬১) সায়ক বণিক, দক্ষিণ ২৪ পরগনা (৬৮৪)। ৬২) সম্প্রীতি রায়, কোচবিহার (৬৮৩)। ৬৩) অয়ন শেট, মালদা (৬৮৩)। ৬৪) দেবাঞ্জন দে, মালদা (৬৮৩)। ৬৫) সায়ন কর্মকার, মালদা (৬৮৩)। ৬৬) রূপসা সাহা, দক্ষিণ দিনাজপুর (৬৮৩)। ৬৭) জুনায়েদ হাসান, বীরভূম (৬৮৩)। ৬৮) দেবাত্রয়ী দাস, বাঁকুড়া (৬৮৩)। ৬৯) শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়, বাঁকুড়া (৬৮৩)। ৭০) অঙ্কন পাত্র, বাঁকুড়া (৬৮৩)। ৭১) অঙ্কন দাস বৈরাগ্য, বাঁকুড়া (৬৮৩)। ৭২) প্রভাত দত্ত, বাঁকুড়া (৬৮৩)। ৭৩) পারভেজ জিৎ, বর্ধমান (৬৮৩)। ৭৪) দেবায়ুশ ঘোষ, বর্ধমান (৬৮৩)।
৭৫) অন্বেষা ভট্টাচার্য, পূর্ব বর্ধমান (৬৮৩)। ৭৬) শ্রীপর্ণা খাসপুরি, পূর্ব বর্ধমান (৬৮৩)। ৭৭) অদ্বিতীয়া পান্ডে, হুগলি (৬৮৩)। ৭৮) তৃষা সরকার, হুগলি (৬৮৩)। ৭৯) সায়ন বিশ্বাস, কলকাতা (৬৮৩)। ৮০) সোহম মাইতি, পূর্ব মেদিনীপুর (৬৮৩)। ৮১) চয়নিকা মুর্মু, মুর্শিদাবাদ (৬৮৩)। ৮২) প্রিয়াংশু দাস, দক্ষিণ ২৪ পরগনা (৬৮৩)। ৮৩) সাগ্নিক মুখার্জি, হাওড়া (৬৮৩)। ৮৪) মেঘা মন্ডল, হাওড়া (৬৮৩)।