সামনের সপ্তাহেই মাধ্যমিক রেজাল্ট, কোন ওয়েবসাইটে দেখা যাবে জানালো পর্ষদ

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের ৪ তারিখ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) শেষ হওয়ার পর পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা মুখিয়ে রয়েছেন ফলাফলের (Madhyamik Result) দিকে। কবে বের হবে ফলাফল কি হবে ফলাফল এই নিয়েই উৎকণ্ঠার শেষ নেই। অবশেষে কবে ফলাফল প্রকাশ করা হবে এবং অনলাইনে কোথায় ফলাফল দেখা যাবে তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি বছর মার্চ মাসের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আড়াই মাস নাগাদ প্রকাশিত হবে ফলাফল। মে মাসের ১৯ তারিখ সকাল ১০ টায় এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশের পর দুপুর ১২টা থেকে অনলাইনে দেখা যাবে পরীক্ষার ফলাফল। আবার ওই দিনই দুপুর ১২ টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে দেওয়া হবে পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট।

মাধ্যমিক পরীক্ষার ফলাফল কোন সাইটে দেখা যাবে তা সম্পর্কে জানানো হয়েছে, wbresults.nic.in, www.exametc.com, www.indiaresults.com, www.results.shiksha, www.schools9.com, www.vidyavision.com, www.fastresult.in ওয়েবসাইটগুলিতে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

ওয়েবসাইটে ফলাফল দেখার পাশাপাশি এসএমএস করেও পরীক্ষার্থীরা তাদের ফলাফল কি হলো তা জানতে পারবেন। SMS এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য প্রথমে WB 10roll number -এই ফর্ম্যাটে ম্যাসেজ তৈরি করুন এবং 56070 / 56263 এই দুটি নম্বরের যেকোনো একটিতে পাঠিয়ে দিতে হবে। কয়েক মিনিট পরে SMS এর মাধ্যমে আপনি আপনার ফোনে রেজাল্ট পাওয়া যাবে।

এছাড়াও Exametc.com, Madhyamik Results 2023, Madhyamik Result এবং Fast Result অ্যাপ থেকেও এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। পরীক্ষার ফলাফলে যদি কোন পরীক্ষার্থী খুশি না হন তাহলে তিনি স্ক্রুটিনি করতে পারবেন।