মাধ্যমিকে সপ্তম বীরভূমের সৌমি, স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা

পার্থ দাস : ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয় শুক্রবার। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় ১১৮ জন প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে। প্রথম দশে জায়গা করে নেওয়া ১১৮ জনের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে বীরভূমের সৌমি দে। সৌমির স্বপ্ন হলো ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়া এবং মানুষের সেবা করা।

সৌমি দে সিউড়ির রবীন্দ্রপল্লীর বাসিন্দা। তার পড়াশোনা সিউড়ির পাইকপাড়ার সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরে। এবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৬। যেখানে গতবছরের তুলনায় এই বছর পাশের হার কমেছে সেই জায়গায় সৌমির এমন ফলাফল উল্লেখযোগ্য। এমন ফলাফলের পিছনে কোন চাবিকাঠি লুকিয়ে রয়েছে সৌমি তা স্পষ্ট করেছে।

পরীক্ষার ফলাফলের সময় মানসিক চাপ বেশি থাকার কারণে সৌমি টিভির পর্দায় চোখ রাখেনি। তবে তার বাবা মা মধ্যশিক্ষা পর্ষদের প্রেস কনফারেন্সের দিকে তাকিয়ে ছিলেন। প্রেস কনফারেন্স চলাকালীন মেধাতালিকা প্রকাশ করার সময় জানা যায় সপ্তম স্থান অধিকার করেছে সৌমি আর তারপরেই তার বাবা তাকে খবর দেন। সপ্তম স্থান অধিকার করার খবর পেয়েই আহ্লাদে আটখানা হয়ে ওঠেন সৌমি এবং তার পরিবারের সদস্যরা।

সাফল্যের চাবিকাঠি হিসেবে সৌমি জানিয়েছে, “প্রথমদিকে সমস্ত টেক্সট পড়ে শেষ করে দিয়ে ছিলাম। নিয়মিত পড়াশোনা করেছি এবং যখন যেটা পড়ার প্রয়োজন মনে হয়েছে তখন সেটা পড়েছি। টেক্সট ভালো করে পড়েছিলাম। স্কুলের শিক্ষক শিক্ষিকা বাবা-মা সবার সহযোগিতা, আমার এই ফলাফলের অন্যতম চাবিকাঠি।”

সৌমির বাবা এবং মা দুজনেই শিক্ষক শিক্ষিকা। বাবা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক এবং মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তবে পড়াশুনোর ক্ষেত্রে সবসময়ই সৌমির বাবাই সবকিছু দেখাতেন বলে জানিয়েছেন মা প্রিয়াঙ্কা দফাদার।