বদলে গেল মাধ্যমিকের মার্কশিট বিলির দিন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর করোনা আবহে ১৫ই জুলাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পায়। তবে তা প্রকাশিত হয় কেবলমাত্র অনলাইনে। পড়ুয়াদের হাতে মার্কশিট পরে দেওয়া হবে বলে জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল ২২ এবং ২৩শে জুলাই রাজ্যের পঞ্চাশটি বিতরণ কেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের মার্কশিট বিতরণ করা হবে। তারপর সেই মার্কশিট স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে তুলে দেবেন। তবে এবার সেই মার্কশিট বিলির দিনের পরিবর্তন ঘটালো মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisements

Advertisements

মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২২ ও ২৩ শে জুলাই মার্কশিট বিলি করার দিন ঠিক করা হয়েছিল। তবে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৩শে জুলাই রাজ্যজুড়ে লকডাউন জারি হওয়ায় ওই ২৩ তারিখের পরিবর্তে মার্কশিট বিলি করা হবে ২৪ তারিখ। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই মাসের ২২ তারিখ এবং ২৪ তারিখ মাধ্যমিকের মার্কশিট তুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে।

Advertisements

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, নির্ধারিত ওই দুদিন সকাল ১০ টা থেকে মার্কশিট বিতরণ শুরু হবে। তবে মার্কশিট দেওয়া হবে পড়ুয়াদের অভিভাবকদের হাতে। নিজের নিজের স্কুল থেকে পড়ুয়াদের অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করে নিতে হবে। মার্কশিট সংগ্রহ করার সময় প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে হবে। বর্তমানে কোন স্কুল যদি কোয়ারেন্টাইন সেন্টার হয়ে থাকে তাহলে তার বিকল্প ব্যবস্থা করা হবে। মার্কশিট বিতরণ অথবা সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের বর্তমান করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

প্রসঙ্গত, রাজ্যে উত্তরোত্তর করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গতকাল অর্থাৎ সোমবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক বৈঠক করার সময় জানান সংক্রমণ ঠেকাতে এবার থেকে রাজ্যে সপ্তাহে দুদিন পুরো লকডাউন করা হবে। এই দুদিন সপ্তাহে কোন দিন হবে তা সপ্তাহের প্রথমেই জানিয়ে দেওয়া হবে। সেইমতো গতকালই এই সপ্তাহে দুদিনের লকডাউনের দিন বলে দেওয়া হয়। প্রথম দিন পরে বৃহস্পতিবার এবং দ্বিতীয় দিন পরে শনিবার। আর এই বৃহস্পতিবারই মাধ্যমিকের মার্কশিট বিতরনের কথা ছিল পর্ষদের। তাই লকডাউনের কথা মাথায় রেখে সেই দিন পরিবর্তন করে শুক্রবার করা হয়।

Advertisements