Mahila Samman Saving Certificate: ৩ মাস পরই মিলবে ২৮ হাজার টাকা, সরকারি এই স্কিম দিচ্ছে বিরাট সুযোগ

Government’s new scheme by saving 267 rupees per day and get 28000 rupees: একটা সংসার সুষ্ঠুভাবে চালানোর জন্য বাড়ির মহিলাদের হাতে টাকা থাকা খুবই জরুরী। তবে এখনো আমাদের সমাজের বাড়ির মহিলারা তেমন কিছু করেন না। কেন্দ্র তথা রাজ্য সরকার, বরাবরই মহিলাদের কথা সবার আগে ভেবেছে। মহিলাদের আর্থিক বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ স্কিম সঞ্চয় যোজনা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Saving Certificate)। মহিলারা চাইলে যে কোন নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এই স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে হাজার টাকা বিনিয়োগ করতে হবে।

এই নতুন স্কিমের অ্যাকাউন্ট হোল্ডাররা এরপর থেকে ১০০ টাকার গুণিতকে টাকা বিনিয়োগ করতে পারবেন। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রেও উর্ধ্বসীমা বেঁধে দিয়েছে সরকার। কেন্দ্রীয় সরকারের এই স্কিমে (Mahila Samman Saving Certificate) সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন মহিলারা। বিষয়টি সম্পর্কে খুঁটিনাটি জানতেই পড়তে হবে প্রতিবেদনটি।

এই স্কিমের (Mahila Samman Saving Certificate) জন্য অ্যাকাউন্ট খোলার নিয়ম কি? সাধারণত এই স্কিমের জন্য অ্যাকাউন্ট হোল্ডাররা একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, প্রথম অ্যাকাউন্টটি খোলার তিন মাস বাদে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা যাবে। মহিলারা বরাবরই সঞ্চয়ী। বাড়ির যেকোনো বিপদে তারা তাদের সঞ্চিত সম্পদ বের করে দেয়। তাই প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে একটা বড় অঙ্কের টাকা হাতে পেতে পারবেন মহিলারা।

মোটামুটি কত টাকা করে জমাতে পারবেন এই অ্যাকাউন্টে? প্রতিদিন যদি আপনি ২৬৭ টাকা করে জমান, তাহলে একমাস বাদে আপনার কাছে সঞ্চয় হবে ৮ হাজার ১০ টাকা। আর তিন মাস বাদে আপনার কাছে থাকবে ২৪ হাজার ৩০ টাকা। তাহলে প্রতিদিনের অল্প অল্প সঞ্চয় একটা বড় অংকের টাকায় পরিণত হবে তিন মাস বাদে। বাড়ির মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই স্কিমটি দুর্দান্ত।

কিন্তু সুদের হার কত সেটা কি জানেন? বিনিয়োগ করা টাকার উপরে আপনি ৭.৫ শতাংশ সুদ পাবেন। দু বছরের মেয়াদ শেষে মোট সুদের হার যোগ করে আপনার কাছে থাকবে ২৭ হাজার ৮৪৫ টাকা। এইভাবে তিন মাস বিনিয়োগ করার পর একটা মোটা অংকের টাকা আসবে আপনার কাছে।