Aadhar Update: ভারতীয় নাগরিকদের নানান নথিপত্র থাকলেও তাদের নাগরিকত্ব হিসেবে গুরুত্বপূর্ণ নথিপত্র হলো আধার কার্ড। যা ফোনের নতুন সিম নেওয়া থেকে শুরু করে আর্থিক লেনদেন, পড়াশোনা সমস্ত কিছুতেই দরকার লাগে। কারণ এটি একটি নথিপত্র যার মধ্যে ব্যক্তির সমস্ত তথ্য থাকে। যা বায়োমেট্রিকের মাধ্যমে জানা যায়। এবার সেই আধার নিয়মেই এক বিরাট পরিবর্তন আনল কেন্দ্র সরকার। সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। কি এই নয়া নিয়ম? এতে গ্রাহকদের কি সুবিধা হবে?
সম্প্রতি তথ্য প্রযুক্তি মন্ত্রক দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আধার (Aadhar Update) সংক্রান্ত এক বিরাট পরিবর্তনের বিষয়ে। মূলত কেন্দ্রের এই আধার সংক্রান্ত নিয়মের পরিবর্তনের মূল কারণ হলো সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করে তোলা। তাদের বিভিন্ন পরিষেবা প্রদানের প্রক্রিয়া সহজ করে তোলা। যার ফলে দেশের নাগরিকদের যে কোনো কাজে আধার নিয়ে আর কোন, সমস্যায় পড়তে হবে না। থাকবে না কোনো অস্বচ্ছতা।
কি সেই নয়া পরিবর্তন? প্রকাশিত বিজ্ঞপ্তি মারফতে জানা গিয়েছে, এবার থেকে বিভিন্ন পরিষেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের আধার অথেন্টিকেশন বা যাচাইকরণ করতে পারবে বেসরকারি সংস্থাগুলি। আর এই নয়া নিয়মের (Aadhar Update) ফলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলি খুব সহজেই গ্রাহকদের পরিচয় বা বিভিন্ন তথ্য নিশ্চিত করতে পারবে। শুধু তাই না, এই নয়া নিয়মের ফলে যে কোনো লেনদেনের ক্ষেত্রে এক বিশ্বাসযোগ্য যোগসূত্র তৈরি হবে প্রেরক এবং গ্রাহকের মধ্যে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ CISF-এ, জানুন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি
প্রসঙ্গত ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় তরফে প্রকাশ করা হয়েছে নতুন অর্থবর্ষের বাজেট। আর সেই বাজেট পেশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছিলেন কেওয়াইসি সিস্টেমের বিষয়ে। ঘোষণা করেছিলেন এবার থেকে গ্রাহকদের জন্য সহজ হবে কেওয়াইসি সিস্টেম। নাম নথিভুক্তকরণ থেকে শুরু করে সংশোধন সমস্ত পদ্ধতিতে কেওয়াইসি সিস্টেম নতুন রূপে আসবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি এই দিন বাজেট পেশে তুলে ধরা হয়েছিল তথ্য সুরক্ষার ব্যাপারটাও। আর এই ঘোষণার পরেই প্রকাশ্যে এলো আধার সংক্রান্ত বড়সড় আপডেট।
খবর রয়েছে, আধার (Aadhar Update) সংক্রান্ত এই নয়া উদ্যোগ নেওয়া হয়েছে আধার অথেন্টিফিকেশন ফর গুড গভর্নেন্স অ্যামেন্ডমেন্ট আইন ২০২৫এর অধীনে। যার ফলে আধার সংক্রান্ত নানা প্রক্রিয়া খুব দ্রুত কাজ করবে বলে আশা রাখছে কেন্দ্র সরকার। শুধু তাই না, কেন্দ্র তরফে দাবি করা হয়েছে আধার যাচাইকরন বিষয়ে এই নয়া নিয়ম চালু হলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের তথ্য নিয়ে কোন, সমস্যা তৈরি হবে না বরং স্বচ্ছতা থাকবে। তবে এই নিয়ম গ্রাহকদের জন্য কতটা সফলতা আনে সেটাই দেখার।