রাজ্য মন্ত্রিসভায় বড় পরিবর্তন, শপথ নিলেন কারা

নিজস্ব প্রতিবেদন : রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে তা আগেই টের পাওয়া গিয়েছিল। রাজ্য মন্ত্রিসভার সেই জল্পনাতে সীলমোহর দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি নবান্নে সাংবাদিক বৈঠক বৈঠক চলাকালীন জানিয়েছিলেন, নতুন পাঁচ ছয় জন মন্ত্রিসভায় আসবেন। চার পাঁচ জনকে বাদ দেওয়া হবে। তাদের লাগানো হবে সাংগঠনিক দলের কাছে।

বুধবার এই রদবদলের সূচি অনুযায়ী রাজ্য মন্ত্রিসভায় রদবদল করা হলো। এদিন বিকাল বেলায় রাজভবনে নতুন সাত জন মন্ত্রী সহ মোট নয় জন শপথ গ্রহণ করলেন মমতার মন্ত্রিসভায়। এই ৯ জন মন্ত্রীকে এদিন শপথ বাক্য পাঠ করান রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন।

রাজ্য মন্ত্রীসভায় নতুন যে সকল মুখ উঠে এসেছে তারা হলেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমূল হোসেন, সত্যজিৎ বর্মনরা। ২০২১ সালে রাজ্যে তৃণমূলের প্রত্যাবর্তনের পর মন্ত্রিসভার এই প্রথম সবচেয়ে বড় পরিবর্তন। নিয়ম অনুসারে পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী সহ মোট ৪০ জন থাকতে পারবেন। এই মন্ত্রিসভার সম্প্রসারণের পর সেই সংখ্যা পূর্ণ হল।

৯ জুন যে সকল মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন তাদের মধ্যে পূর্ণ মন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুরী। অন্যদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাজমূল হোসেন ও সত্যজিৎ বর্মন।

যদিও এখনো পর্যন্ত শপথ গ্রহণ করা এই সকল মন্ত্রীদের কোন দপ্তর দেওয়া হবে তা জানানো হয়নি। তবে দপ্তর বন্টনের কাজ খুব তাড়াতাড়ি করা হবে বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যে বড় বড় কতকগুলি দপ্তর ফাঁকা রয়েছে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইডি হেফাজতে যাওয়ার পর তার দপ্তর ফাঁকা। অন্যদিকে মন্ত্রী সাধন পান্ডে এবং সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুর পর তাদেরও একাধিক দপ্তর ফাঁকা রয়েছে।