সংখ্যালঘু, এসটি, এসসি-র পর এবার ওবিসি, স্কলারশিপ দিতে নতুন ‘শ্রী’ প্রকল্পের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর পড়ুয়ারা যাতে সরকারি সাহায্য পেয়ে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারেন তার জন্য একাধিক স্কলারশিপ রয়েছে রাজ্য সরকারের। এই সকল স্কলারশিপের ক্ষেত্রে ওবিসি শ্রেণীর পড়ুয়ারা সুযোগ পেতেন না। এবার তাদের সুযোগ করে দিতে নতুন এক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন প্রকল্পের ঘোষণা করা হয় বৃহস্পতিবার। নতুন প্রকল্প হিসাবে যে প্রকল্প আনা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ‘মেধাশ্রী’। এই প্রকল্পের মাধ্যমে ওবিসি শ্রেণীর পড়ুয়ারা তাদের পড়াশোনার জন্য টাকা পাবেন। আলিপুরদুয়ারে হাসিমারায় প্রশাসনিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেন।

প্রশাসনিক বৈঠকে প্রকল্পের ঘোষণা করার সময় কেন্দ্র সরকারকে এক হাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় সরকার ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা দেব। আমরা এবার থেকে রাজ্যের ওবিসি পড়ুয়াদের স্কলারশিপ দেব মেধাশ্রী প্রকল্পের মাধ্যমে। শিক্ষাশ্রীর পাশাপাশি এই সরকারি প্রকল্পের আওতায় এবার থেকে স্কলারশিপের টাকা দেওয়া হবে।”

তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর পড়ুয়াদের স্কুলছুট ঠেকাতে এবং তারা যাতে আরও উচ্চতর পঠন পাঠনের জন্য সুযোগ পান তার জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয়েছে আগেই। এবার ওবিসি শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধাশ্রী প্রকল্প ঘোষণার পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন ওবিসি শ্রেণীর পড়ুয়ারা।

তবে এই প্রকল্পের মধ্য দিয়ে ওবিসি শ্রেণীর পড়ুয়ারা ঠিক কত টাকা সরকারি সাহায্য হিসাবে পাবেন অথবা কিভাবে তাদের আবেদন জানাতে হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কিছু জানা যায়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আশা করা হচ্ছে দ্রুত নতুন এই প্রকল্প নিয়ে কাজ শুরু করে দেবে রাজ্য সরকার।