নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভায় রাজ্যের শাসকদল তৃণমূল কত আসন পাবে তা নিয়ে এর আগে দলের একাধিক নেতা কর্মীদের ভবিষ্যদ্বাণী করতে দেখা গেছে। কাউকে বলতে দেখা গিয়েছে ২২০ থেকে ২৩০। কেউ কেউ আবার আত্মবিশ্বাসের সুরেই বলেছেন ‘আমরা সরকারে আসছি’। এমনকি মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিধানসভায় অধিবেশনের শেষ দিনে এবং একাধিক সভায় জানিয়েছিলেন সরকারে ফেরার কথা। আর এবার ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দিলেন তৃণমূলের ঝুলিতে কত আসন আসবে।
বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যু উঠতে দেখা যায়। যাদের মধ্যে অবশ্যই ‘জয় শ্রীরাম’ উল্লেখযোগ্য। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ওরা (বিজেপি) জয় শ্রীরাম বলে, আর আমি জয় সিয়ারাম বলি। তার মানে সিতা আর রাম।”
এর পাশাপাশি প্রসঙ্গ ওঠে বুয়া ভাতিজা অর্থাৎ পিসি ভাইপো। আর এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে খোঁচা দিয়ে বলেন, “খালি বুয়া ভাতিজা। আপনার কি? আপনার ছেলে কি? কি করে সে এত টাকা করলো? আগে তার জবাব দাও। আমরা বাংলায় আছি বলে খুব খারাপ?”
আর এসবের পাশাপাশি প্রশ্ন ওঠে আসন্ন বিধানসভায় কত আসন পাবে তৃণমূল? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গত দুই নির্বাচনে রাজ্যের তৃণমূলের আসন পেয়েছে তার থেকে বেশি আসন পাবে এবার। আমি ১০০% আত্মবিশ্বাসী, ২২১-এর কম আসন পাবো না।”
[aaroporuntag]
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে একাধিকবার প্রচারে এসে দাবি করেছেন বিজেপি এবার বাংলায় দু’শোর বেশি আসন পাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রথমবার আসন সংখ্যা নিয়ে মুখ খুলতে দেখা গেলো। আর প্রথমবার মুখ খুলেই তিনি চমক দিলেন। রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন তার এমন আত্মবিশ্বাসের সুরে আসন সংখ্যা নিয়ে বার্তা কর্মীদের ভোটের আগে আরও চাঙ্গা করবে।