‘লড়েছি বলেই পাচ্ছেন’, কেন্দ্রের টাকা পাঠানোর আগে কৃষকদের খোলা চিঠি মমতার

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রের তরফ থেকে বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে শুক্রবার দেশের প্রায় সাড়ে ৯ কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে। আর এই প্রকল্পের আওতায় এবার প্রথম পশ্চিমবঙ্গের প্রায় ৭ লক্ষ কৃষক প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। তবে এই টাকা পাওয়ার আগেই রাজ্য কেন্দ্র চাপানউতোর তৈরি হলো।

টাকা পাঠানোর আগেই বাংলার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কৃষকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। সেই চিঠিতে রাজ্যের কৃষকদের উদ্দেশ্য করে বলা হয়, “রাজ্যের যে সমস্ত কৃষকরা কেন্দ্রের এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের প্রাপ্য টাকা আদায়ের জন্য আমরা দিল্লির কাছে আবেদন করেছিলাম। আপনাদের প্রাপ্য ১৮ হাজার টাকা হলেও আপনারা কম পাচ্ছেন। এটুকুও পেতেন না যদি আমরা আপনাদের জন্য লড়াই না করতাম। আপনাদের প্রাপ্য বকেয়ার জন্য আপনারা লড়াই চালিয়ে যাবো।”

পাশাপাশি এই চিঠিতে দাবি করা হয়, “আমরা ২০১৮ সালে রাজ্যে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলাম। তার এক বছর পর কেন্দ্রের এই প্রকল্প চালু হয়েছে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা ধীরে ধীরে আরও বাড়ানো হবে।”

[aaroporuntag]
প্রসঙ্গত, এর আগে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতাদের বারংবার অভিযোগ করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা বাংলার কৃষকরা পাচ্ছেন না রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই। আর এবার যখন এই টাকা রাজ্যের কৃষকরা পেতে চলেছেন সেই সময়ই মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এমন চিঠি প্রকাশ করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।