নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনের আগে দলীয় কোন্দল নিয়ে শশব্যস্ত শাসক দল তৃণমূল। এই কোন্দল মেটাতে ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা গিয়েছে দলের শীর্ষস্থানীয় নেতাদের। তবে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরোধিতা করা কর্মীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন। দলে থেকে দলের যারা বিরোধিতায় রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে দল থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বলে জানা গিয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন। আর সেই বৈঠকে তিনি পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারীকে নির্দেশ দেন কাঁথি, রামনগর সহ আশেপাশের এলাকায় দলে থেকে যাঁরা দলের বিরোধিতা করছেন, তাঁদের সরিয়ে দেওয়ার। মমতার বার্তা, যাদের সাহস আছে তারা দলের সঙ্গে থাকুক। আর সাহস না থাকলে লুটেরাদের দলে চলে যাক।
শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর পরদিন হঠাৎ করে বেঁকে যাওয়া যথেষ্ট জল্পনার সৃষ্টি করে রাজনৈতিক মহলে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কড়া বার্তা দিলেন তাই এখন প্রশ্ন রাজনৈতিক মহলের। তবে এটাও জানা গিয়েছে যে এদিন এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীর নাম নেননি। তবে স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অনুগামীদের দল বিরোধী কাজকর্ম বরদাস্ত করা হবে না।
পাশাপাশি ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এটাও জানা গিয়েছে যে, মমতা ব্যানার্জি এদিন বৈঠকে জানিয়েছেন, “আমার একজন চলে যাবে, পরিবর্তে এক লক্ষ সম্পদ তৈরি হবে। এজেন্সির ভয়ে যারা অন্যত্র যাচ্ছেন তাদের আমি পছন্দ করিনা।” তবে এদিন তিনি এই বার্তা দেন কারোর নাম না করেই।