ফের ডি’লিট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee D Litt) ২০১৮ সালে প্রথমবার ডি’লিট সম্মানে ভূষিত হয়েছিলেন। সেবার তাকে এই সম্মান দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তৎকালীন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠীর থেকে তিনি এই ডি’লিট সম্মান পেয়েছিলেন। তবে সেই ডি’লিট সম্মান পাওয়ার পর রাজ্য জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক।

২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয় ডি’লিট দিয়েছিল ‘নিরলস সাহিত্য সাধনা’-র জন্য। মুখ্যমন্ত্রীর ডি’লিট পাওয়ার পর বিতর্ক এতটাই তৈরি হয়েছিল যে সেই বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। যদিও সেই বিতর্ক শেষ পর্যন্ত থিতিয়ে যায় কোনরকম প্রভাব ফেলতে না পেরে। এরই মধ্যে ফের একবার ডি’লিট পেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট দিচ্ছে। অনেকের কাছে বিষয়টি অবাক করা হলেও এটাই সত্যি। সোমবার অর্থাৎ ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর হাতে ডি’লিট সম্মান তুলে দেবে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ডি’লিট দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে শুক্রবার একটি বিবৃতি প্রেস করে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মানে ভূষিত করা হবে।” এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট ৭৭০ জন পড়ুয়াদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

২০১৮ সালে প্রথমবার ডি’লিট পাওয়াকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের জবাব দিতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সে সময় প্রশ্ন তুলেছিলেন, বই বিক্রি হলেও কেন সমালোচনার সম্মুখীন হন? এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, পুরস্কারের প্রতি তার কোন স্পৃহা নেই। কাজের মাঝেই তিনি লেখালেখি করেন।