জমি বাড়ি কিনতে চান, রাজ্য সরকারের নতুন ঘোষণা, সুবিধা পাবেন সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদন : বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অন্তর্বর্তী বাজেট (West Bengal State Budget) পেশ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জনমুখী বিভিন্ন প্রকল্প এবং পরিকল্পনার কথা জানায় এই বাজেটে। এই সকল পরিকল্পনা এবং প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের সুবিধা অনেক বাড়বে বলেই আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে যে সকল ঘোষণা করা হয় তার মধ্যে বেশ কিছু ঘোষণা রয়েছে জমি, বাড়ি কেনাবেচার ক্ষেত্রে। সুতরাং যে সকল নাগরিকরা নতুন জমি অথবা বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার।

বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করেন, রাজ্য সরকারের তরফ থেকে আগেই স্ট্যাম্প ডিউটিতে দু শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছিল। সার্কেল রেটে ছাড়ের ঘোষণা করা হয়েছিল ১০ শতাংশ। জমি বাড়ি ইত্যাদি কেনাবেচার ক্ষেত্রে এই দুই ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হলো।

এই দুই ছাড়ের মেয়াদ প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৬ মাস মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের সেই প্রস্তাব অনুযায়ী জমিজমা কেনাবেচার ক্ষেত্রে এই দুই ছাড় পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

জমি জমা কেনাবেচার ক্ষেত্রে এই দুই ছাডের ফলে কেবলমাত্র ক্রেতারা উপকৃত হবেন তা নয়। এর পাশাপাশি এই ব্যবস্থাপনার ফলে লাভবান হয়েছে রাজ্য কোষাগারও। এমন ছাড় ঘোষণার পর বিপুল সংখ্যক মানুষ জমি জমা রেজিস্ট্রি করেছেন এবং সেই রেজিস্ট্রির রাজস্ব রাজ্য কোষাগারে এসেছে। এই পরিসংখ্যান রেকর্ড বলে দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।