কেষ্টহীন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, আসতে পারেন জানুয়ারি মাসের এই দিন

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট সিবিআই আধিকারিকদের হাতে গ্রেপ্তার। সিবিআইয়ের পাশাপাশি তিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে না হলেও বীরভূমের তৃণমূল শিবিরে টালমাতাল পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এমন পরিস্থিতির মধ্যেই জানা যাচ্ছে জানুয়ারি মাসেই বীরভূমে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানুয়ারি মাসে বীরভূম সফরে মুখ্যমন্ত্রী এসে প্রশাসনিক এবং রাজনৈতিক সব ধরনের কাজ সেড়ে ফেলবেন বলেই জানা যাচ্ছে। প্রশাসনিক বৈঠক করার পরিকল্পনা রয়েছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। অন্যদিকে ডেউচা পাঁচামি কয়লা শিল্পকে আরও ত্বরান্বিত এবং জমিদাতাদের উৎসাহিত করার জন্য নিজেই চাকরির নিয়োগপত্র তুলে দিতে পারেন।

সূত্র মারফত জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে আসতে পারেন। বীরভূমের ডেউচা পাঁচামি কয়লা শিল্পকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার এবং মমতা বন্দোপাধ্যায়ের আলাদা স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন জেলার বাসিন্দাদের মধ্যে বিছিয়ে দেওয়ার চেষ্টা তিনি করবেন এই সফরে।

তৃণমূল সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বীরভূম সফর নিয়ে যা জানা যাচ্ছে তাতে ৩১ জানুয়ারি তিনি জেলায় পা রাখার পর প্রথমদিকে প্রশাসনিক বৈঠক এবং প্রশাসনিক কাজকর্ম সেরে ফেলবেন। এরপর ১ ফেব্রুয়ারি তিনি রাজনৈতিক সভা করবেন। যদিও সেই সভা জনসভা না কর্মীসভা হবে তা এখনো ঠিক হয়নি। এছাড়া কোথায় তা হবে তাও এখনো পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, অনুব্রতহীন বীরভূম এখন প্রতিটি রাজনৈতিক দলের কাছেই পাখির চোখ হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগেই শোনা যাচ্ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসবেন এবং বীরভূমে হবে প্রথম সভা। সম্ভাব্য দিন হিসেবে ১৭ জানুয়ারি তার সফর হতে পারে বলে জানা যাচ্ছে।