পেট্রোল-ডিজেলের দাম কমানোয় রাজ্যের রাজস্বে ক্ষতি, কেন্দ্রকে তোপ মমতার

নিজস্ব প্রতিবেদন : লাগামছাড়া ভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার পর শনিবার কেন্দ্রের তরফ থেকে লিটার প্রতি পেট্রোল ডিজেলে সেস ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। তবে এই দাম কমানো নিয়ে রাজ্যের উপর আলাদা করে রাজনৈতিকভাবে চাপ তৈরি করছে কেন্দ্র বলে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন পরিস্থিতিতে পেট্রোল ডিজেলের উপর শুল্ক ছাড় নিয়ে রাজ্যের অবস্থান তুলে ধরলেন তিনি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেলের উপর ছাড় দিয়ে রাজ্যের কত ক্ষতি হলো সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কেন্দ্র সরকার পেট্রোলের উপর ৮ টাকা এবং ডিজেলের উপর ৬ টাকা কর ছাড় দেওয়ার কারণে রাজ্যের ট্যাক্স কমেছে ২ টাকা ৮০ পয়সা। যার মধ্যে আবার ১ টাকা ৮০ পয়সা সেন্ট্রাল ট্যাক্সের কারণে এমনিতেই কমে গিয়েছে।

ডিজেলের উপর কেন্দ্রের কর কমানোর পরিপ্রেক্ষিতে রাজ্যের লিটার প্রতি ডিজেলে লাভ ২ টাকা ৩০ পয়সা কমেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে রাজ্যের ভাঁড়ার থেকে ২৭৩.৮ টাকা যাচ্ছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মোট রাজস্ব ক্ষতি হবে ৬৪১.৩৪ কোটি টাকা বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে পেট্রোল-ডিজেলের দাম কমানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে তুলনা করে জানান, “কেউ কেউ বলছেন, এই রাজ্যে এত টাকা কমিয়েছে, ওই রাজ্য অত টাকা কমিয়েছে। কিন্তু সেই বিজেপিশাসিত রাজ্যগুলো কেন্দ্রের কাছ থেকে কত টাকা পায়, আর আমরা কত টাকা পাই? আমাদের পাওনাই তো দেওয়া হয় না।”

অন্যদিকে রাজ্যের ক্ষতির এই পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রের লাভের অংক তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত পেট্রল-ডিজেল থেকে কেন্দ্রের লাভ হয়েছে ৮০ লক্ষ ২৩ হাজার ৩২৪ কোটি টাকা।