Man Riding Bull: ঘোড়া না পেয়ে ষাঁড়ে সওয়ার, যুবকের পরিণতি শুনলে চমকে যাবেন

Riding on the back of a bull without getting a car: ইন্টারনেটের যুগে কত কী যে দেখতে হয় তার কোনো শেষ নেই। অনেক সময় এমন অনেক ভিডিয়ো চোখে পড়ে যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। তাছাড়া আর কোনও উপায় থাকে না। আপনারা অনেকেই হয়তো হাতি, ঘোড়া কিংবা উটের পিঠে উঠেছেন, বিভিন্ন জায়গায় তাদের সওয়ারি করানোর প্রচলন আছে এখনও। জানেন কি এটি আইনত অপরাধ? তবু পেশা হিসেবে এখনও বিভিন্ন জায়গায় হাতি, ঘোড়া, উটের সওয়ারি করানো হয়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ষাঁড়ের সাওয়ারি (Man Riding Bull) ভীষণভাবে ভাইরাল হয়েছে।

শুনেই কি চমকে উঠলেন? এমন অনেক জায়গায় দেখা যায় যে রাস্তায় ষাঁড় দেখে পাশ কাটিয়ে যেতে ভয় পান বহু মানুষ। তারও কি না সাওয়ারি হচ্ছে? এই ভাইরাল ভিডিয়োটি তোলা হয়েছে বেনারসের রাস্তার। যেখানে কাশীর একটি ছেলে ষাঁড়ের পিঠে চড়ে (Man Riding Bull) ভীষণ দ্রুত গতিতে ছুটছে। এই দৃশ্য যখনই আপনার প্রথম চোখে পড়বে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে, ছেলেটি আসলে কী করছে। তারপরে যখন দেখবেন যে সে ষাঁড়ের পিঠে বসে রয়েছে তখন আপনি হাসি থামাতে পারবেন না।

নেট দুনিয়াতে ভাইরাল হওয়া ভিডিয়োয় আপনি দেখতে পাবেন, একটি ছেলে রাস্তা দিয়ে ষাঁড়ের পিঠে (Man Riding Bull) চড়ে যাচ্ছে। আর ছেলেটি বেনারসের স্টাইলে মহাদেবের নাম জপ করছে। লোকেরা রাস্তায় সেই দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। অনেক লোকই ভিডিয়ো করতেও শুরু করে এবং সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যতক্ষণ আপনি ভিডিওটি না দেখবেন আপনি বুঝতে পারবেন না।

ভিডিওটি দেখলে প্রথমে সত্যি খুব হাসি পায়। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিয়োটি ‘kishh_6667’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ঠিক সেই সময়ের পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। ভিডিওটি এখনও পর্যন্ত প্রচুর লাইক ও ভিউ পেয়েছে। কমেন্টের ঝড় বয়ে গেছে এতে।

কেউ কেউ বলেছেন, ভারতের মতো দেশেই এসব সম্ভব। আরও একজন ইন্টারনেট ব্যবহারকারী কমেন্ট করেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করছে। আবার এক ব্যক্তি তার রাগ প্রকাশ করে কমেন্টে লিখেছেন, ভালো কিছু করতে চাইলে নিষ্পাপ প্রাণীদের উপর অত্যাচার করবেন না। ভাইরাল হতে গেলে অন্য কিছু করবেন।

উত্তরাখন্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি ঋষিকেসের। ওই যুবক মদ্যপ অবস্থায় এমন কাজ করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে এই ঘটনার পুরনাবৃত্তি না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ।