অটোকে বাঁচাতে গিয়ে নদীতে পড়ল গাড়ি, খুদেকে বাচাঁনোর আপ্রাণ চেষ্টার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোকে বাঁচাতে গিয়ে নদীতে উল্টে পরে যায় একটি চারচাকা গাড়ি। সেই গাড়িতে থাকা একটি খুদে শিশু সহ বাকি যাত্রীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গাড়িতে থাকা ঐ ছোট্ট শিশুকে বাঁচানোর চেষ্টায় যেমন গাড়ির মধ্যে থাকা যাত্রীরা, ঠিক তেমনই নিজেদের প্রাণ বিপন্ন করে অন্যান্য যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার ওরচা শহরে। ঘটনার মুহূর্তের সেই হাড়হিম করা সিসিটিভি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ওরচা শহর ঢোকার আগে রয়েছে একটি ছোট্ট নদী। যে নদীতে ব্রীজ থাকলেও ব্রিজের গায়ে নেই কোন রেলিং। সোমবার দুপুরে ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল একটি সাদা রংয়ের চারচাকা গাড়ি। ঠিক সে সময় উল্টো দিক থেকে আসছিল একটি যাত্রীবোঝাই অটো। আচমকা ওই অটোটিকে সাইড দিতে গিয়ে ছোট ওই চারচাকা গাড়িটি নদীতে পরে যায়।

গাড়িটি জলে পরে যাওয়ার পর ডুবো ডুবো অবস্থায় গাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসেন দুই যাত্রী। যাদের মধ্যে একজন একটি ছোট্ট কোলের শিশুকে বের করে নিয়ে আসেন এবং ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে ছুঁড়ে দেন, যাতে করে প্রাণ বেঁচে যাই ওই শিশুটি। যদিও ওই শিশুটিকে উপস্থিত জনতার সঙ্গে সঙ্গে ধরতে না পারলে জলে পরে যায়। তবে তৎক্ষণাৎ স্থানীয়রা জলে লাফিয়ে নিজেদের প্রাণ বিপন্ন করে ওই খুদে শিশু সহ সকলের প্রাণ বাঁচাতে সক্ষম হয়।

ওই গাড়ির সকল যাত্রীদের জল থেকে উদ্ধার করার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যান হাসপাতালে। হাসপাতালে চিকিৎসার পর সকলেই সুস্থ আছেন বলে খবর।