শিলা মূর্তির মনসা পুজো বীরভূমের মহঃবাজারে

নিজস্ব প্রতিবেদন : ভাদ্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মনসা পুজোতে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। বিভিন্ন জায়গায় এই তিথিতে মনসা পূজো দেখা গেলেও মহঃবাজারের ডেউচা পঞ্চায়েতের ডানজোনা গ্রামের পুজোয় রয়েছে আলাদা আভিজাত্য। এই পূজা সুপ্রাচীনকাল থেকে একইভাবে রীতি মেনে চলে আসছে।

জানা যায়, ১২৫২ বঙ্গাব্দে এই পুজোর সূত্রপাত। পুজোর বর্তমান দেবাংশী দিবাকর মন্ডল জানান, পরমা সুন্দরী দেবীর বাড়িতে মা মনসার শিলা মুর্তি পাওয়া যায়। শুরু হয় মনসা পূজা, আর এই পুজো শুরু করেন স্বপ্নাদেশে পরমা সুন্দরী দেবী। কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন, তাই পরবর্তীকালে দেবীর পুজোর ভার দেন নবগ্রামের রাখাল চন্দ্র মন্ডলকে। তারাই ডানজোনা গ্রামে নিজেদের বসবাস শুরু করেন। তারপর থেকেই এই গ্রামে বংশপরম্পরায় এই পুজো হয়ে আসছে।

চতুর্থীর দিন সন্ধ্যা থেকে শুরু হয় পূজার্চনা। চার প্রহরে মায়ের পুজো হয় চারবার। মঙ্গলবার সকাল থেকে হোম ও ষট পঞ্চমী, ঋষি পঞ্চমী, রক্ষা পঞ্চমীতে মা মনসার পূজো হয়। তারপর মনসার বিগ্রহ মাথায় চাপিয়ে ঢাক-ঢোল এবং বাদ্যযন্ত্র সরকারি শোভাযাত্রা হয় ডানজোনা, বাগলপুর, পোড়াবালি বিভিন্ন গ্রামে। ডানজোনা গ্রামের মূল উৎসবই এই মনসা পূজা।

বগা পঞ্চমী তে মনসা পূজা উপলক্ষে গ্রামে বসে গ্রামীণ মেলা। সেই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম থেকে অজস্র মানুষের ঢল দেখা যায়। মেলায় নানান ধরনের দোকান পাটির সাথে সাথে নানান ধরনের খাবারের দোকানে দেখা যায়।