‘মানিকে মাগে হিথে’-র সুরে লঞ্চ হলো বাংলা পুজোর গান, চমক বাঙালি কন্যার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে ঝড় তুলেছে শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিথে’। বর্তমানে এই গানের জনপ্রিয়তা নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। মানুষের মুখে মুখে এই গান এখন ঘুরে বেড়াচ্ছে। গানটি এতটাই জনপ্রিয় হয়েছে যে এই গান নিয়ে মজেছেন সেলিব্রিটিরাও। কখনো নাচ, কখনো রিল ভিডিও বানাতে মত্ত তারা।

Advertisements

Advertisements

এরই মাঝে আবার বেশ কিছু গায়ক গায়িকাকে নিজের মতো করে এই গান গাইতে দেখা যাচ্ছে। ইয়োহানির মতো তারাও নতুনভাবে এই গান গেয়ে ঝড় তুলছেন। অধিকাংশ ক্ষেত্রেই এই সকল গায়ক গায়িকা গানের সুর একই রেখে নিজেদের ভাষা সংযোজন করে নতুন গান প্রকাশ করছেন। বাঙ্গালীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

Advertisements

সম্প্রতি কয়েকদিন আগেই জনপ্রিয় এই গানের সুর একই রেখে নতুন গান প্রকাশ করতে দেখা গিয়েছে অর্পণ, সিজিকে। ‘মানিকে মাগে হিথে’ গানের সুর একই রেখে নতুন গান রচনা করে সেই গান মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছেন মেদিনীপুরের অপরাজিতা চক্রবর্তীকে। এমন উদাহরণ সাম্প্রতিককালে ভুড়িভুড়ি। আর এবার এই তালিকায় নাম লেখালেন আরও এক বাঙালি কন্যা কাশ্মীরা চক্রবর্তী।

বাঙালি এই গায়িকা কাশ্মীরা চক্রবর্তী ‘মানিকে মাগে হিথে’-র গানের সুর একই রেখে মহালয়ার দিন লঞ্চ করলেন এ বছরের পুজোর গান। তার গানে কয়েকটি কথা মূল গানের থাকলেও অধিকাংশটিই দেবী দুর্গাকে নিয়ে। পাশাপাশি তার গান গাওয়া ও কণ্ঠস্বর নজর কেড়েছে আপামর বাঙালির। ইতিমধ্যেই তিনি প্রশংসা করতে শুরু করেছেন নেট দুনিয়া থেকে।

‘মানিকে মাগে হিথে’-র সুরে কাশ্মিরা চক্রবর্তীর পুজোর গানটির লিরিক্স প্রবাল গাঙ্গুলীর। অডিও ভিডিও এডিটিং-এর কাজ করেছেন সাগ্নিক। গানটি সদ্য লঞ্চ হয়েছে ওই গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে।

https://youtu.be/ILVn6_I-vYs

প্রসঙ্গত, শ্রীলঙ্কার এই গায়িকা ইয়োহানি ডি’সিলভা তার ‘মানিকে মাগে হিথে’ গানটি প্রকাশ করার পর থেকেই এই গান তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের কোনায় কোনায় পৌঁছে গিয়েছে এই গান। আর এই গান বিপুল এই জনপ্রিয়তা পাওয়ার পরে আশাই করা হচ্ছিল এবারের পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে বাজতে শোনা যাবে এই গানকে। আর সেটাই যে আগামী দিনে বাস্তবায়িত হতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements