অমিত শাহের সাথে সাক্ষাতের পর বঙ্গ বিজেপির একঝাঁক সাংসদ কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার করোনার কব্জায়। টুইটার করে রবিবার নিজেই জানিয়েছেন নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ এসেছে। গুরুগ্ৰামের মিদান্ত হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে। এআইআইএমসের ডিরেক্টর ডাঃ রণদীপ হুদার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। ৫৫ বছরের হাইপ্রোফাইল এই নেতা বিগত কয়েকদিন ধরে সাক্ষাৎ করেছেন ক্যাবিনেট মন্ত্রী থেকে দলীয় ও দলের বাইরের রাজনৈতিক ও ভিভিআইপিদের সঙ্গে। ফলে দেশের প্রথমসারির বহু রাজনৈতিক ও গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যা দিল্লির রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

এদের মধ্যে আছেন বাংলার বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। বেশ কয়েকদিন আগেই, অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও স্বপন দাসগুপ্ত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ৩৬৫ জারির দাবিতে দেখা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। সকলকেই সাতদিনের কোয়ারান্টিনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অমিত শাহ ইতিমধ্যেই জানিয়েছেন গত কয়েকদিনে যেসব ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নমুনা পরীক্ষা করিয়ে নেন।

রাজ্যে বিজেপির অভ্যন্তরীন রাজনীতিতে চলছে টানাপোড়েন। খবরের শিরোনামে উঠে এসেছে মুকুল রায় ও দিলীপ ঘোষের রাজনৈতিক দ্বন্দ্ব। একের পর এক বিজেপি কর্মীদের আত্মহ’ত্যার খবর। তা নিয়ে রাজ্য বিজেপির প্রথমসারির নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লীতে সাক্ষাৎ করছিলেন। ২১ এর বিধানসভা ভোটে পাখির চোখ করে অমিত শাহ রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে অনেকবেশি সময় দিচ্ছেন। এর ফলে অমিত শাহর সংস্পর্শে আসা রাজ্য বিজেপির এই নেতাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ও। দুবার তিনি করোনা পরীক্ষা করিয়েছেন। প্রথমবার জুনের প্রথমদিকে। দ্বিতীয়বার ২৪ শে জুলাই।

বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি নিজের জন্য চিন্তিত নন। চিন্তিত তাঁর ৮২ বছর বয়স্ক বাবা, ডায়াবেটিক মা ও ৩ বছরের শিশু কন্যার জন্য। অবশ্য তিনি সকল বিধি মেনে চলছেন বলে জানিয়েছেন।

রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচিত মুখ সৌমিত্র খাঁ জানিয়েছেন, “৭ দিন কোয়ারান্টিনে থাকব। সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে দুইবার টেস্ট করাবো। নেগেটিভ এলে বাংলায় ফিরব।”

বিজেপির রবি শঙ্কর প্রসাদ, রামমাধব, তাজভি সূর্য মতো নেতারা অমিত শাহর দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, দেশকে সেবা করার জন্য দ্রুত আগের মতো এনার্জি নিয়ে সুস্থ হয়ে ফিরে আসুন। আরোগ্য কামনা করেছেন রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী রাজনৈতিক নেতারাও।