আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় একাধিক জেলা

নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার খামখেয়ালিপনায় বৃহস্পতিবার ফের একবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা হলেও নামলো। এযেন ফের শীতের প্রত্যাবর্তনের প্রচেষ্টা! যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও রাত এবং ভোরের দিকে হালকা শীতের প্রভাব লক্ষ্য করা গেলেও পুনরায় শীতের প্রত্যাবর্তনের কোন সম্ভাবনা নেই। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° বেশি। তবে বৃহস্পতিবার এই সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৭.১ ডিগ্রী সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। অন্যদিকে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতি এবং শনিবার মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে।

বুধবার শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে যে আবহাওয়ার খবর দেওয়া হয়েছিল তাতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রী সেলসিয়াস। তবে বৃহস্পতিবার তা নেমে দাঁড়িয়েছে ১৪.৭ ডিগ্রী সেলসিয়াসে। যা স্বাভাবিকের তুলনায় ১° কম। শ্রীনিকেতন হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতি এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে।

এর পাশাপাশি আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস হিসাবে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উপকূলবর্তী জেলা ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এছাড়াও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে।

[aaroporuntag]
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্জা প্রবেশ করবে জম্মু-কাশ্মীরে। যে কারণে এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে পূর্ব ভারতের ঝাড়খন্ড এবং ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়, মধ্যপ্রদেশ এবং ছত্রিশগড়ে।