অমিত শাহের সভায় বিজেপিতে ১৭ জন হেভিওয়েট তৃণমূল নেতার যোগের জল্পনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসের শেষে দুদিনের জন্য বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ এবং ৩১ শে জানুয়ারি একাধিক কর্মসূচি নিয়ে তিনি বাংলায় পা রাখতে চলেছেন। আর এই অমিত শাহের সফরেই ১৭ জন হেভিওয়েট তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে এবং রাজনীতিতে।

Advertisements

Advertisements

যদিও তৃণমূলের তরফ থেকে এই জল্পনাকে নস্যাৎ করা হয়েছে। নস্যাৎ করার পাশাপাশি এই তালিকাকে ভিত্তিহীন বলেও দাবি করা হয়েছে। তবে ঘটনা পরম্পরা এমন ভাবে এগিয়ে চলেছে তাতে এই তালিকা মিলতেও পারে বলে অভিমত পোষণ করেছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Advertisements

তালিকায় থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তালিকায় থাকা তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আরও ১৫ জন হেভিওয়েট তৃণমূল নেতা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সেই তালিকার কথা জানতে পারা গেছে। তবে ওই সংবাদমাধ্যম যে সকল তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের সম্ভাবনার কথা তুলে ধরেছেন তাদের কাউকেই এখনও পর্যন্ত কোনরকম উচ্চবাচ্য করতে দেখা যায়নি।

সর্বভারতীয় ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে ১৭ জন হেভিওয়েট তৃণমূল নেতা যারা অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন সেই তালিকায় রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, জিতেন্দ্র তিওয়ারি, সাধন পান্ডে, আবির বিশ্বাস, সিএস জাটুয়া, বিশ্বনাথ পারিয়াল, দিলীপ জাটুয়া, দীপক অধিকারী, প্রতিমা মন্ডল, আফরিন আলী, শংকর সিং, বিধায়ক উদয়ন গুহ, প্রবীর ঘোষাল। এখানেই শেষ নয়, বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে এই তালিকা আরও লম্বা।

তবে বিজেপির তরফ থেকে এই তালিকা প্রকাশ করা হলেও উল্লেখ্য এটাই যে, এই তালিকায় যে সকল তৃণমূল নেতা নেত্রীদের নাম রয়েছে তাদের সকলেই কিন্তু বেসুরো অথবা বিক্ষুব্ধ নন। যে কারণে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তাকিয়ে রয়েছেন অমিত শাহের বঙ্গ সফরের দিকে। সেই সফরে এই তালিকা অনুযায়ী সত্যিই এই তৃণমূল নেতা নেত্রীরা বিজেপিতে যোগ দেন কিনা তার দিকে তাকিয়ে তারা।

অন্যদিকে বিজেপির তরফ থেকে এটাও দাবি করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা বিজেপিতে নাম লেখাতে চাইছেন। কিন্তু যারা আসতে চাইছেন তাদের সকলকেই দলে নেওয়া হবে না বরং ঝাড়াই-বাছাই করেই নেওয়া হবে।

Advertisements