১৪ দিনের জন্য ৮০টি ট্রেন বাতিল করলো পূর্ব রেল, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা। প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ এই রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। তবে এই রেল পরিষেবার ক্ষেত্রে সম্প্রতি খারাপ খবর দিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, আগামী ১৩ মে থেকে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে ৬৮টি লোকাল ট্রেন।

এই দুঃসংবাদ মূলত হাওড়া ব্যান্ডেল শাখায় রেলযাত্রীদের জন্য। এই শাখায় আগামী ১৩ মে থেকে প্রতিদিন ৪ ঘন্টা করে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। আগেভাগেই এই বিজ্ঞপ্তি রেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ফলে ৪ ঘন্টায় যে সমস্ত ট্রেন যাতায়াত করে সব বাতিল থাকবে। বাতিল হওয়া মোট জনসংখ্যা দাঁড়াচ্ছে ৮০। এই ৬৮টি লোকাল ট্রেন ছাড়াও ১২টি দূরপাল্লার ট্রেন এবং ৩টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে।

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যান্ডেল-মগরা থার্ড লাইনের নন ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে সকাল ১১টা থেকে দুপুর দুটো পর্যন্ত ১৩ মে থেকে ২৬ মে এই শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। কোন কোন দিন ট্রেন চলাচল বাড়তি এক ঘণ্টা বন্ধ থাকতে পারে। এই নির্ধারিত সময় ২টি MEMU এবং ২টি লোকাল ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও একাধিক ট্রেনের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলি হলো হাওড়া-ব্যান্ডেল ও ব্যান্ডেল-হাওড়া ১৮টি আপ ও ১৮টি ডাউন, হাওড়া-বালি ও হাওড়া-মেমারির মধ্যে একটি করে আপ ও ডাউন ট্রেন। এর পাশাপাশি হাওড়া-বর্ধমান মেন শাখার তিনটি আপ ও তিনটি ডাউন, ব্যান্ডেল-কাটোয়ার মধ্যে দু’টি আপ ও দু’টি ডাউন, ব্যান্ডেল-নৈহাটির মধ্যে ৪টি আপ ও ৪টি ডাউন ট্রেন ১৪ দিনের জন্য বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমানের মধ্যে একটি আপ ও একটি ডাউন ট্রেন বাতিল থাকবে। এর পাশাপাশি হাওড়া-মালদহ, হাওড়া-জয়নগর এক্সপ্রেস-সহ মোট ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল হবে।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই কাজ দীর্ঘদিন ধরে চলার কারণে রাতে করা সম্ভব নয়। সেই জন্য তিন দিনের বেলাতেই এই কাজ চালানো হবে। যে সময় ট্রেন কম চলে সেই সময় বেছে নেওয়া হয়েছে। তবে এতেও নিত্য যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।