১০টি ফুটবল মাঠের সমান হিমবাহ ভেঙ্গে পড়ল আন্টার্টিকায়, ভিডিও দেখে বাড়ছে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদন : গবেষকদের শেয়ার করা একটি ভিডিও থেকে এখন আতঙ্ক বৃদ্ধি পেতে শুরু করেছে। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে আন্টার্টিকায়। এমন ঘটনার পর মানব সভ্যতা বেঁচে থাকা বড্ড ঝুঁকির বিষয় বলে মনে করা হচ্ছে। গবেষকদের তরফ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, আন্টার্টিকায় উইলিয়াম হিমবাহ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ছে। এই হিমবাহটি ১০টি ফুটবল মাঠের সমান।

এইভাবে বিশাল হিমবাহ ভেঙ্গে পড়া মানব সভ্যতার জন্য অত্যন্ত ঝুঁকির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভিডিওটিতে দেখা গিয়েছে এই বিশাল হিমবাহটি কিভাবে হাজার হাজার টুকরো হয়ে ভেঙ্গে পড়ছে। এই গবেষণায় যে তথ্য মিলেছে তা লিপিবদ্ধ করে রাখা হয়েছে জার্নাল সায়েন্স অ্যাডভান্সে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা মনে করছেন সমুদ্রপৃষ্ঠে অভ্যন্তরীণ সুনামী ডেকে আনতে পারে।

বিজ্ঞানীদের তরফ থেকে যে সার্ভে করা হয় সেই সার্ভের রিপোর্ট অতি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, এমন ঘটনাটি ঘটেছিল বছর দুয়েক আগে। যে সময় ব্রিটিশ আন্টার্কটিক সার্ভের আরআরএস জেমস ক্লার্ক রস গবেষণা জাহাজে থাকা দলটি আন্টার্কটিক উপদ্বীপের সমুদ্রের পরিমাপ করছিল।

সম্প্রতি প্রকাশিত হওয়া সেই সার্ভের রিপোর্টে বলা হয়েছে, এইভাবে হিমবাহ চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়ার ঘটনা এই একটি নয়। প্রতিবছর অন্ততপক্ষে দুটি এই ধরনের বড় বড় উইলিয়াম গ্লেসিয়ারের এমনভাবে ভেঙে পড়ার ঘটনা ঘটে চলেছে। অবিরাম ঘটে চলে এই ধরনের ঘটনা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে গবেষকদের সামনে।

যে হিমবাহটি এইভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে তার সামনের অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে ৪০ মিটার উঁচুতে ছিল। যে পরিমাণ বড় ভেঙ্গে পড়েছে তা হল ৭৮ হাজার বর্গমিটার অর্থাৎ ১০ টি ফুটবল গ্রাউন্ডের সমান। এই হিমবাহটি ভেঙ্গে পড়ার আগে সমুদ্রের ৫০ থেকে ১০০ মিটার নিচে জল উষ্ণ হয়।