লাগাতার বৃষ্টিতে চোখের সামনে তলিয়ে গেল আস্ত জাতীয় সড়ক

নিজস্ব প্রতিবেদন : নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে যেমন গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, ঠিক তেমনই হিমাচল প্রদেশের ক্ষেত্রে ধস, মেঘ ভাঙ্গা বৃষ্টি, জলমগ্ন গ্রাম এমন ছবি পরিচিত হয়ে উঠেছে। আর এই সকল মুহূর্তের ভিডিও একাধিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেও দেখা যাচ্ছে।

সম্প্রতি আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যাতে লক্ষ্য করা যাচ্ছে, লাগাতার বৃষ্টিতে চোখের সামনেই তলিয়ে গেল একটি আস্ত জাতীয় সড়ক। হাড়হিম করা ওই ভিডিও নিমেষে নজর কেড়েছে নেটিজেনদের।

জানা গিয়েছে, শুক্রবার হিমাচল প্রদেশের সিরমউর জেলার সিলাই মহকুমার কালি খানে এমন ধস নামে। এই ধসের কারণে জাতীয় সড়ক ৭০৭-এর একটা বড় অংশ পাহাড়ের খাদে তলিয়ে যায়। এই ভয়ঙ্কর ধসের কারণে সিলাই ও পাওতা সাহেব এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত দুদিন ধরেই সিরমউরে দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছিল। আর এই দুর্যোগের ফলে একাধিক এলাকায় ছোটখাটো ধস নামতে ও লক্ষ্য করা যাচ্ছে না তবে এদিনের এই ধস এযাবৎ সব থেকে বড়।

জানা গিয়েছে, এই ধসের কারণে শুক্রবার থেকে পাওতা সাহেব থেকে সিলাই জাতীয় সড়ক ৭০৭-এ যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ। এই জাতীয় সড়কের ১০০ মিটার পর্যন্ত অংশ ভেঙে পড়ে গিয়েছে খাদে। যে কারণে এই পথ দিয়ে আপাতত যানচলাচল অসম্ভব বলেই মনে করা হচ্ছে।