মাথায় হাত, ফের ৫০ টাকা বাড়লো রান্নার গ্যাসের দাম, আপনার জেলায় কত

নিজস্ব প্রতিবেদন : মে মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছিল অনেকটাই। তবে গৃহস্থালির ব্যবহৃত রান্নার গ্যাসের দাম বৃদ্ধি না পাওয়ায় অনেকটাই স্বস্তির মুখ দেখছেন আমজনতা। কিন্তু সেই স্বস্তি স্বস্তিতে পরিণত হল মাত্র ৭ দিনের মধ্যে। শনিবার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হয়েছে। আর তাতে লক্ষ্য করা যাচ্ছে এক ধাক্কায় ফের দাম বেড়েছে ৫০ টাকা।

আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের নতুন দাম

বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৩৮ টাকা।

বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৪৯ টাকা।

আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৩ টাকা।

কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৯৮ টাকা।

দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৯৮ টাকা।

দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৩ টাকা।

হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৪৯ টাকা।

হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৭.৫০ টাকা।

জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৩ টাকা।

ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৭.৫০ টাকা।

কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১১৫৫.৫০ টাকা।

কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকা।

মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৯৭ টাকা।

মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৪৩.৫০ টাকা।

নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৬.৫০ টাকা।

উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকা।

পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৩৯.৫০ টাকা।

পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০১৮.৫০ টাকা।

পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৩৯.৫০ টাকা।

পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৫৫ টাকা।

দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০২৬ টাকা।

উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৯৮ টাকা।

পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০০২ টাকা।

শনিবার নতুন করে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্যের এখন প্রতিটি জেলায় এক একটি গ্যাস সিলিন্ডারের দাম পার করেছে হাজার টাকা। ভয়ংকরভাবে এই দাম বৃদ্ধি পাওয়ায় নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলি চরম সমস্যার সম্মুখীন হবে একথা অনস্বীকার্য।